ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মী সমাবেশ সম্পন্ন

০২ নভেম্বর ২০২৪, ০৭:০১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ

ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধূপখোলায় সাঈদ খোকন মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আলাউদ্দিন আবিরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসাইন, মহানগর অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন, এবং ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের প্রধান লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এ আন্দোলনের কর্মীরা কখনো বিপথে যেতে পারে না। যাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, তারা গোপনে কোনো পাপে লিপ্ত হতে পারে না।’

‘পরকালে সফলতা পেতে হলে জান-মাল দিয়ে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাতে হবে। যুগ যুগ ধরে অত্যাচারী শাসকরা এই আন্দোলনের কর্মীদের ওপর চরম জুলুম-নির্যাতন চালিয়েছে তাদের দাবিয়ে রাখার জন্য, কিন্তু তারা পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ইসলামী আন্দোলন কোনো মোমবাতির শিখা নয়, যা ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া যাবে। যারা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারাই আজ নিষিদ্ধ হয়ে গেছে।’

এছাড়াও কর্মীদেরকে বর্তমান পরিস্থিতিতে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬