ঢাকা পলিটেকনিক অধ্যক্ষকে হেনস্তা, ব্যবস্থা নেয়ার দাবি ছাত্র ইউনিয়নের

  © লোগো

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে হেনস্তার ঘটনায় ছাত্র ইউনিয়ন নিন্দা জানিয়েছে। একইসঙ্গে ঘটনাটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রুদ্র পাঠানো এক বার্তায় বলা হয়, গত রবিবার কতিপয় শিক্ষার্থী একাডেমিক ভবনের সামনে কালো ব্যানারে ‘কালেমা তাইয়েবা’ লিখে টানিয়ে দেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি এই ঘটনার সাথে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির যুক্ত। ব্যানার টাঙানোর পরদিন সোমবার অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের নিকট ঘটনাটি নজরে এলে তিনি ব্যানারটি অপসারণ করেন। আর এই তুচ্ছ বিষয়টিকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী উদ্দেশ্য প্রণোদিত হয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, অধ্যক্ষকে হেনস্তা করে এবং জোরপূর্বক সাদা কাগজে ‘ঢাকা পলিঃ-এ আর আসবো না’ এই মর্মে লিখিয়ে নেয়। ঘটনাস্থলে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত অনেককেই দেখা গেছে।

এতে আরও বলা হয়, অবিলম্বে অধ্যক্ষকে হেনস্তা করার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ক্যাম্পাসে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এবং এমন অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি কমিটি গঠনের আহ্বান জানাচ্ছেন।


সর্বশেষ সংবাদ