একাদশ জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়ন দৌঁড়ে ছাত্রলীগের সাবেকরা

০৭ নভেম্বর ২০১৮, ০৬:৪০ PM
মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতারা

মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতারা © টিডিসি ফটো

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীরা তাদের দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন। দলের মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন তারা। সময় দিচ্ছেন নিজ নিজ এলাকায়। মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সরকারের উন্নয়নের বার্তা। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক কর্মকাণ্ডেও। জানান দিচ্ছেন নিজেদের অবস্থান। একই সঙ্গে চলছে কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনের চেষ্টা।

এবারের নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। টানা ১০ বছর ক্ষমতায় থাকায় নেতাকর্মীর সংখ্যাও বেড়েছে। বেড়েছে এমপি হতে চাওয়া প্রার্থীদের তালিকাও। প্রার্থী তালিকায় বর্তমান এমপিরা তো রয়েছেনই। পাশাপাশি আছেন ছাত্রসংগঠনের নেতারাও। যার কারণে দলের মধ্যে কোন্দল তৈরি হয়েছে। ছাত্রলীগের সাবেক প্রায় শতাধিক নেতা এবার এমপি হতে চান। এ লক্ষ্যে কাজও করছেন তারা।

দলীয় সূত্র জানায়, ১০ বছর ক্ষমতায় থাকায় জনগণের মধ্যে কিছু কিছু প্রার্থীদের নিয়ে অনাগ্রহ তৈরি হয়েছে। তাই এবার বেশ কিছু আসনে প্রবীণদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেবে দল। আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। ধানমন্ডিতে অবস্থিত দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন পত্র পাওয়া যাবে।

ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে এমপি হওয়ার আলোচনায় রয়েছেন-ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি এ কে এম এনামুল হক শামীম। বর্তমানে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মনোনয়ন চান এই নেতা। এ আসনে বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী।

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারি) আসনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। এ আসনে বর্তমান সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান। বর্তমানে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন দৌঁড়ে আছেন ছাত্রলীগের আরেক সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। তিনি আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এ আসনের বর্তমান সংসদ সদস্য ইফতিখার উদ্দিন পিন্টু। নেত্রকোনা-৫ আসনে মনোনয়ন চান ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ আসনে বর্তমান সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল।

খুলনা-৩ আসনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন মনোনয়ন চান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এ আসনের সংসদ সদস্য মুন্নুজান সুফিয়ান। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়ন দৌঁড়ে আলোচনায় আছেন ছাত্রলীগের সাবেক নেতা সুজিত রায় নন্দী। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ আসনে বর্তমান সংসদ সদস্য ডা. দীপু মনি।

পিরোজপুর-১ আসনে গণসংযোগ করছেন ছাত্রলীগের সাবেক তিন নেতা। সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসহাক আলী খান পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান। মাগুরা-১ আসনে ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর মনোনয়ন প্রত্যাশা করেন।

গাইবান্ধা-৫ আসনে নিয়মিত গণসংযোগ করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এ আসনে বর্তমানে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। পটুয়াখালী-১ আসনে মনোনয়ন চান ছাত্রলীগের সাবেক নেতা এডভোকেট আফজাল হোসেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক। এ আসনে বতর্মানে সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়ন পেতে পারেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

চট্টগ্রাম-৭ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে দলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম আমিন। তিনি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক। ঢাকা-১৫ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেজবাহুল ইসলাম সাচ্চু। এ আসনে বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।

ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে নিয়মিত গণসংযোগ করছেন  ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন। এ আসনে বর্তমান সংসদ সদস্য হাজি রহিমউল্লাহ। ঢাকা-৪ (কদমতলী-শ্যামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক নেতা ড. আওলাদ হোসেন।

চট্টগ্রাম-৬ আসনে মনোনয়ন চান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। এ আসনে বর্তমান সংসদ সদস্য এ বি এম ফজলে করিম। মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মনোনয়ন চান ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির। এ আসনে বর্তমান সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।

বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়লগঞ্জ) আসনে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ মনোনয়ন পেতে কাজ করছেন। বরিশাল-৩ আসনে কাজ করছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এডভোকেট বলরাম পোদ্দার। এ আসনের বর্তমান সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।

রাজবাড়ি-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে মনোনয়ন দৌঁড়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু। এ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মনোনয়ন প্রত্যাশা করেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু হুসাইন বিপু। এ আসনের বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে মনোনয়ন পেতে কাজ করছেন রাজশাহী বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মেদ আলী মোল্লা। এ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস। বরিশাল-২ আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগের টিকেট পাওয়ার আশা করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহে আলম।

ভোলা-২ (বোরহানউদ্দীন-দৌলতখান) আসনে প্রচারণা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ। ঝিনাইদহ-৩ আসনে লড়তে চান ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রেজাউল করিম টিটন। ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।শরীয়তপুর-৩ আসনে মনোনয়ন জন্য কাজ করছেন সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জোবায়দুল হক রাসেল পটুয়াখালী-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেন।

জামালপুর-৫ আসনে লড়তে চান সাবেক নেত্রী মারুফা আক্তার পপি। কিশোরগঞ্জ-৫ আসনে আছেন অজয়কর খোকন। এছাড়া ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর-৪)। ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক নওশেদ উদ্দিন সুজন হবিগঞ্জ-২ থেকে মনোনয়ন পেতে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আর ২৩ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।

ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে কিটো ডায়েট: নতুন গবেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে
  • ২৯ জানুয়ারি ২০২৬