১০ হাজার টাকায় ৬৪ জেলা ঘোরা রিশি কাব্য আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১১:০২ AM
তরুণ ফটোগ্রাফার রিশি কাব্য ওরফে রিয়াজ আর নেই। গতকলা বুধবার না ফেরার দেশে পারি জমান তিনি। মাত্র ১০ হাজার টাকায় দেশের ৬৪ জেলা ভ্রমণ করে ব্যাপক পরিচিত পেয়েছিলেন রিশি।
রিশির মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছে তার বন্ধু মাহবুবা তাবাসসুম ইমা। তিনি জানান, 'আপনারা যাকে রিশি কাব্য হিসেবে চেনেন, আমার কাছে সে রিয়াইজ্জা'। রিয়াইজ্জা নাই হয়ে গেছে।'
এদিকে কীভাবে এই তরুণের মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্রেইন স্ট্রোকে রিয়াজের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন মুরাদ হাসনাত রাফি নামে এক ব্যক্তি। রিয়াজকে নিজের খালাতো শ্যালক দাবি করে রাফি জানান, 'কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল রিয়াজ। নিজের চোখে মৃতুপুরী দেখেছে সে। গত ৮/১০ দিন উপোস ছিল। ভয়ে বাসা থেকে বের হয়নি।'
রিশি কাব্যের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা গেছে, মৃত্যুর দুইদিন আগে একটি কবিতা লিখেছেন তিনি। এছাড়া এক সপ্তাহ আগে আরেকটি কবিতা ফেসবুকে শেয়ার করেছেন। কবিতা দুটিতে তার মনের ক্ষোভ প্রকাশ পেয়েছে বলে দাবি অনেকের।
নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য রিশি কাব্যের একটি কবিতা হুবহু তুলে ধরা হলো—
"এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে
মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে শকুন এর গুলি
রক্তের দাবানলে ভেসে যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা
ফ্যাসিষ্ট কারা? স্বৈরাচার কে?
শকুন এর ভয়ে থাকে ঘরে কে ?
মায়ের বুকের আর্তনাদ-
হামার বেটাকে মারলু কেনো?
তৃষ্ণার্ত কালো র্যাব,
পানি লাগবে আর কারো?
শহর যখন নির্ঘুম মুগ্ধ, প্রিয়,সাঈদ এর রক্তে,
তখন বেওয়ারিশ লাশেদের দ্বন্দ্বে কোথাও কেউ নেই ।
কাঁটাতার ফেলে আসা খাকি হায়েনার শব্দ বোমায়
ঢেকে যাচ্ছে মুক্তির স্লোগান
টিয়ারশেল এর ধোঁয়ায় নিখোঁজ হচ্ছে লাশ
প্লেন এর শব্দের পিছু নিয়ে মাইল পাড়ি দেওয়া থেকে
হেলিকপ্টার এর শব্দে আতংক লাগার সময়ে আজ
এই শহরে পাখিদের ঘুম ভাঙ্গে গুলির শব্দে
এই শহর নেশায় বুদ বারুদের গন্ধে।।
.....
( মাথার মধ্যে দেশ, বুকের মধ্যে প্রেমিকা )"