স্বামীকে রাজনীতি করতে দেব না, ওকে ফেরত দিন: নূরের স্ত্রী

২৮ জুলাই ২০২৪, ০৯:২৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২২ AM
সংবাদ সম্মেলনে নূরের স্ত্রী স্ত্রী মারিয়া আক্তারসহ স্বজনরা

সংবাদ সম্মেলনে নূরের স্ত্রী স্ত্রী মারিয়া আক্তারসহ স্বজনরা © সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী মারিয়া আক্তার। শনিবার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, নির্যাতন সহ্য করতে না পেয়ে নূর তিন থেকে চারবার অজ্ঞান হয়ে যান।

নূরের স্ত্রী বলেন, ‘আমার রাজনীতি করতে হবে না। আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার স্বামীকে রাজনীতি করতে দেব না। শুধু ওকে ফেরত দিন।’ তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি তার স্বামী। ছাত্র আন্দোলনও করেছেন। সে জন্য কথা বলেছেন ছাত্রদের নিয়ে। নৈতিকভাবে সমর্থন দিয়েছেন। এতটুকু অধিকার তো সংবিধানে হয়েছে। কিন্তু স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করছে যে তিনি এর সঙ্গে জড়িত।

‘নুরুল হক নূরসহ আটকৃতদের মুক্তি, রিমান্ডে নির্যাতন বন্ধ ও চিকিৎসার দাবিতে’ এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় নূরের বাবা ইদ্রীস হাওলাদারসহ তাঁর স্বজনেরা, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সম্পাদক আবু হানিফের বোন নিলুফা ও প্রচার সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ডিবি হেফাজতে কোটা আন্দোলনের আরও দুই সমন্বয়ক

মারিয়া বলেন, আদালতকে অনুরোধ করার পরেও নূরের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তার দু’টি পা ওপরের দিকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। ইনজেকশন পুশ করা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। এ সময় স্বামীর সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬