মধ্যরাতে উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০১:১৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৪, ০১:২২ AM
‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি) ক্যাম্পাস। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর উক্তি ঘিরে এসব স্লোগান দিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা।
রবিবার রাত পৌনে বারোটার দিকে বিভিন্ন হল থেকে ক্যাম্পাসের অস্থায়ী একাডেমিক ভবন ১-এ সমবেত হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে স্লোগান তোলে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, 'চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার'-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ১৪ই জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।' প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েই রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।