ফেসবুকে সিলমারা ব্যালটের সঙ্গে সেলফি পোস্ট করলেন ছাত্রলীগ নেতা

ব্যালটের সঙ্গে সেলফি সাবেক ছাত্রলীগ নেতার
ব্যালটের সঙ্গে সেলফি সাবেক ছাত্রলীগ নেতার  © সংগৃহীত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রের বুথে প্রতীকে সিল দেওয়া ব্যালটের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এক ছাত্রলীগ নেতা।

জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতার নাম ওমর ফারুক ফারদিন। তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফারদিনের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। বুধবার সকালে তিনি কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন তা নিয়ে গেছেন। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তুলেছেন।

ভোট দেওয়ার পর ফারদিন তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতর তোলা। ফারদিনের হাতে ব্যালট আছে। এতে আনারস প্রতীকে সিল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।

এই ছবি ফেসবুকে পোস্ট করার ব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন দাবি করেন, তিনি কোন ছবি ফেসবুকে পোস্ট করেননি।

May be an image of 1 person and text that says "MD Omar Faruk Fardeen 50m এলাকায় শ্বশুর দায়িত্বে আমরা বাপের ভুমিকা পালন করছি আল্লাহ ভরসা। รวาย eray एकस 오는 (AXEHE পাকন) (พบ শধন ቶ"

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, এ ছবি তিনি দেখেছেন। ফারদিনকে খোঁজা হচ্ছে। তাকে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ