ছাত্রদলকে ঢাবি ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রাখা হয়েছে: কেন্দ্রীয় সভাপতি রাকিব

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব  © টিডিসি ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রাখা হয়েছে। ভিসি স্যারকে আহবান জানাই, বর্তমান পরিস্থিতিতে অতিপ্রাসঙ্গিক ডাকসু নির্বাচনের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে যেন ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘শিক্ষাঙ্গনে সংকট: ছাত্র সংসদ নির্বাচনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভিসি স্যারের কাছে আরেকটি আবেদন থাকবে, ক্যাম্পাসে সকল সংগঠনের অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নিশ্চয়তা প্রদান করতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যের সাথে সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের অবাধ বিচরণ সব সময় ছিল। কিন্তু ২০০৯ সাল থেকে আজ অবধি প্রতিনিয়ত হামলা মামলার শিকার হচ্ছে এই সংগঠনগুলো। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই, আধুনিক যুগে এসেও যদি এসব ছাত্র সংগঠনের শত শত শিক্ষার্থীদের শিক্ষা জীবনে বাধা প্রদান করা হয়, এটি কোনোভাবেই কাম্য নয়। 

এসময় তিনি ভিসিকে নিবেদন করে বলেন, ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের প্রভাবকে দমন করে সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন সুনিশ্চিত করতেই হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সমাজ বিশ্লেষক, রাষ্ট্রচিন্তক ও ঢাকা  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এছাড়াও, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সমিতির সাবেক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ