৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভোট উৎসব করবে ছাত্রলীগ

৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ  © টিডিসি ফটো

আগামীকাল ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী ভিন্নভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

বুধবার (০৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভা যাত্রাসহ একাধিক কর্মসূচি রাখা হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব কর্মসূচিতে উৎসবে মাতবেন সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রলীগ সভাপতি বলেন, প্রতিবছর বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী নানারকম কর্মসূচী পালনের মাধ্যমে উদযাপন করে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারে ভিন্নভাবে ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর যাবতীয় কর্মসূচী গ্রহণ করেছে।

‘‘প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিয়মিত কর্মসূচির পাশাপাশি এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম যে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ—তার স্মারক হিসেবে এই শোভাযাত্রা আয়োজিত হবে।’’

সাদ্দাম বলেন, দেশের ছাত্রসমাজ, কিশোর-তরুণ-যুবক, নতুন ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামী ৪ জানুয়ারি এই শোভাযাত্রায় অংশ নেবে। এর মাধ্যমে তারা আগামী ৭ জানুয়ারি ভোট উৎসবের জন্য, সমৃদ্ধি-অগ্রগতি উন্নয়নের মার্কা নৌকার জন্য তাদের অকুন্ঠ সমর্থন জানাবে।

ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিসমূহ হলো- আগামীকাল ৪ জানুয়ারি সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ৭টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধিবৃন্দের শ্রদ্ধা নিবেদন। সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন। পরে এটি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে পরিচিতি পায়।

আগামীকাল সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও ‘ভোট উৎসবের জন্য’, ‘নৌকার জন্য’, ‘স্মার্ট বাংলাদেশের জন্য’, ‘দেশরত্ন শেখ হাসিনার জন্য’ বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সুবিধাজনক সময়ে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুনর্মিলনী আয়োজন করা হবে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালেয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence