ছাত্রদলের কমিটি নিয়ে বরিশালে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

২৫ আগস্ট ২০১৮, ১১:৩২ AM
জেলা ও নগর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুপক্ষের মধ্যকার উত্তেজনা

জেলা ও নগর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুপক্ষের মধ্যকার উত্তেজনা

বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৯ আগস্ট বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন ও ছাত্রনেতা সোহেল রাঢ়ীর নেতৃত্বে পদ বঞ্চিত কর্মীরা ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা কার্যালয়ে ঢোকার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে তারা কার্যালয়ের পাশে অবস্থান নেয়।

বেলা ১২টার দিকে সদ্য ঘোষিত জেলা কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিঠু, সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও মহানগর কমিটির সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে নেতাকর্মীরা একই স্থানে সমাবেশ করেন। পরের সমাবেশটি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে আকার ধারণ করে। পরে সংঘর্ষ সদর রোড থেকে ফকিরবাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় সিটি কলেজের গেট থেকে দেশিয় অস্ত্রসহ জাকির হোসেন রিমন নামে ছাত্রদলের পদবঞ্চিত এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে কিটো ডায়েট: নতুন গবেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে
  • ২৯ জানুয়ারি ২০২৬