বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনার দাবিতে জাবি ছাত্রলীগের মানববন্ধন

১২ আগস্ট ২০১৮, ০৪:২২ PM
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন।

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন। © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটি। পরে একই দাবিতে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘জাতির পিতাকে যারা মেরেছে বিএনপি-জামায়াত তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেছে। তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। যা রাষ্ট্রের জন্য লজ্জাজনক ও হুমকি স্বরূপ। আমরা অতি দ্রুত এসব রাষ্ট্রীয় অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্যদিয়ে এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আনা হয়েছিল। যারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’

এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আহসান রিফাত, মাসুদ ইউনুস সিফাত, শামীম আহমেদ সিকদার, আবু সাদাত সায়েম, নাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, আরিফুল ইসলাম, অভিষেক মণ্ডলসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে কিটো ডায়েট: নতুন গবেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে
  • ২৯ জানুয়ারি ২০২৬