ইশা ছাত্র আন্দোলন এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১ আগস্ট ২০১৮, ১০:৫৬ AM
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত © টিডিসি ফটো

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  শুক্রবার বাদ আসর বায়তুর মোকাররমের পূর্ব গেইটে এক ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচী পালন করে সংগঠনটি।

এ সময়ে সমাবেশের প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।  কিন্তু দেশ শাসন করা হচ্ছে সাধারণ মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের মনে আতংক তৈরী করে।  কোমলমতি শিক্ষার্থীদের সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনেও সরকার শক্তি প্রয়োগ করছে হামলা-মামলা করে আন্দোলন দমন করছে। কোন মানবিক সরকারের পক্ষে এমন আচরন করা সম্ভব না।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ছাত্র রাজনীতি হওয়ার কথা শিক্ষার্থীদের স্বার্থে।  কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি হচ্ছে ক্ষমতায় থাকা ও যাওয়ার স্বার্থে।  কোটা আন্দোলন ও অতি সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ছাত্রলীগ যে সহিংস ও আক্রমনাত্মক ভূমিকা নিয়েছে তা ছাত্র রাজনীতির ইতিহাসে একটি কলংকময় অধ্যায় হয়ে থাকবে।  একই সাথে একেবারেই অরাজনৈতিক ছাত্র বিক্ষোভকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে অপপ্রয়াস হয়েছে সেটাও দুঃখজনক।

তিনি আরও বলেন, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্থাপিত ৭ দফা, নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা এবং কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবী সরকারকে মেনে নিতে হবে। 

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সাবেক সভাপতি মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল মাওলানা মুহা. নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইশা ছাত্র আন্দোলন-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ বরকতুল্লাহ লতিফ, মাওলানা আরিফুল ইসলাম, জি.এম. রুহুল আমীন প্রমুখ।

 

ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়াতে পারে কিটো ডায়েট: নতুন গবেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন শেষ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সংস্কার ও গণভোটের প্রশ্নে তারেক রহমান গুপ্ত রাজনীতি করছেন’
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে
  • ২৯ জানুয়ারি ২০২৬