ওমরাহ সফরে রিদওয়ান
ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৭:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মাহমুদ হাসান।
সোমবার (২৪ জুলাই) দুপুর সোয়া একটার ফ্লাইটে পবিত্র ওমরা’র উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন গণমাধ্যমকে এই বিষয়ে নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ বিষয় পেয়েও একটুর জন্য চবিতে ভর্তি হতে পারলেন না আরিফ
এর আগে শুক্রবার (২১ জুলাই) ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সহ সভাপতি ও সম্পাদকমণ্ডলী’র সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাহমুদ হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।