‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা

২৭ ডিসেম্বর ২০২২, ০৬:৩০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © লোগো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামী রোববার (১ জানুয়ারি) বিকেল তিনটায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে (২৩, বঙ্গবন্ধু এভিনিউ) এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। 

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা, বৈশ্বিক উন্নয়ন ইতিহাসের রোল মডেল, বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা, উন্নত-আধুনিক-স্বনির্ভর স্বদেশ তৈরির কারিগর, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার যে কর্মসূচি হাতে নিয়েছেন তা বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্র গঠনে নেতৃত্ব দানকারী সংগঠন, শহীদের রক্তস্নাত বাংলাদেশ ছাত্রলীগ দেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। এই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ একটি বিশেষ বর্ধিত সভার আয়োজন করতে যাচ্ছে।

ওই বিশেষ বর্ধিত সভায় প্রতিটি বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবে; প্রতিটি শাখা তাদের সংশ্লিষ্ট সাংগঠনিক রিপোর্ট (অধীনস্থ উপজেলা, পৌরসভা, কলেজ, হল ইত্যাদির সর্বশেষ অবস্থা) উপস্থাপন করবে; রিপোর্টে বর্তমান সাংগঠনিক অবস্থা উল্লেখের পাশাপাশি ইউনিটকে অধিকতর শক্তিশালী এবং শিক্ষার্থী ও তরুণ প্রজন্মবান্ধব করতে প্রয়োজনীয় মতামত ও পরামর্শ উল্লেখ থাকবে।

কুড়িগ্রামে জমি-সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নির্বাচন করা হচ্ছে না জামায়াতের মনোনয়ন পাওয়া তুরস্কের বিশ্ব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পুলিশের অভিযান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫