ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সিলেট টেস্টে হেরে বেশ বিপাকে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে চট্টগ্রাম টেস্টে দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ।
সাগরিকায় ব্যাটে-বলে সামনে থেকে লড়াই করেন তিনি। সেঞ্চুরি ও ফাইফারে দলকে স্বস্তির জয় এনে দেন এই অলরাউন্ডার। দুর্দান্ত সেই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন এবার।
আইসিসির সর্বশেষ হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় একধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে মিরাজ। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে (২৯৪) পেছনে ফেলে ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি।
তবে কেবল অলরাউন্ডার নয়, ব্যাটিং-বোলিং বিভাগেও এগিয়েছেন মিরাজ। ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৫১৫ পয়েন্ট নিয়ে ৫৫তম স্থানে তিনি। বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে মিরাজের অবস্থান এখন ২৪তম।
সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সিরিজের প্রভাব আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের আইসিসি র্যাঙ্কিংয়েও পড়েছে। ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে (৪৯০ পয়েন্ট) সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে যথাক্রমে ৪৭ ও ৫২ নম্বরে উঠে এসেছেন। এ ছাড়া বোলারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ১৬তম স্থানে তাইজুল ইসলাম।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে বড় কোনো পরিবর্তন আসেনি। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮৯৫ রেটিং পয়েন্টে শীর্ষে ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় ও তৃতীয়স্থানে যথাক্রমে হ্যারি ব্রুক (৮৭৬) ও কেইন উইলিয়ামসন (৮৬৭) রয়েছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতই শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ (৯০৮ পয়েন্ট)। এ ছাড়া কাগিসো রাবাদা (৮৩৭) ও প্যাট কামিন্স (৮২৪) যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছেন।