পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ  © সংগৃহীত

ব্যাটিং-বোলিং নৈপুণ্যে এক ম্যাচ বাকি রেখেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলো স্বাগতিক নিউজিল্যান্ড। রোববার (২৩ মার্চ) সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ১১৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। রান বিবেচনায় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটিই বড় জয় নিউজিল্যান্ডের।  

এই জয়ে সিরিজ নিশ্চিতের পাশাপাশি ৩-১ ব্যবধানে এগিয়ে কিউইরা। এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও তৃতীয় ম্যাচে পাকিস্তান জিতেছিল।

এদিন মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ২৫ বলে ৫৯ রানের ঝোড়ো সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। এর মধ্যে ৩ চার ও ৪ ছক্কায় ২২ বলে ৪৪ রান করে পাকিস্তানের পেসার হারিস রউফের শিকার হন সেইফার্ট।

দ্বিতীয় উইকেটে মার্ক চাপম্যানকে নিয়ে ২৫ বলে ৪৯ রানের জুটিতে নিউজিল্যান্ডের রানের চাকা সচল রাখেন অ্যালেন। সমান দুটি করে চার-ছক্কায় চাপম্যান ১৬ বলে ২৪ রান করে আউট হলেও ১৯ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন অ্যালেন। 

ইনিংসের ১১তম ওভারে দলীয় ১৩৪ রানে পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদির বলে সাজঘরে ফেরেন অ্যালেন। ৬ চার ও ৩ ছক্কায় ২০ বলে ৫০ রান করেন অ্যালেন। এরপর জেমস নিশাম ও মিচেল হে ৩ রান করে তুলে আউট হলে ১৪৯ রানে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। 

ষষ্ঠ উইকেটে ৩০ বলে ৫৬ রানের জুটিতে নিউজিল্যান্ডের রান ২শ পার করেন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানে থামে নিউজিল্যান্ড। মিচেল ২৯ ও ২৬ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৬ রান করেন ব্রেসওয়েল।

পাকিস্তানের রউফ তিনটি ও আবরার দুটি উইকেট নেন। 

আগের ম্যাচেই নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৫ রানের টার্গেট স্পর্শ করেছিল পাকিস্তান। এবার ২২১ রানের টার্গেটে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটারা। ৯ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ওভারেই চাপে পড়ে পাকিস্তান।

দশম ওভারে ৫৬ রানে অষ্টম উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে পাকিস্তান। কিন্তু আব্দুল সামাদের লড়াকু ইনিংসে কোন মতে ১শ পার করে তারা। শেষ পর্যন্ত ১৬ দশমিক ২ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে বড় হারের স্বাদ নেয় পাকিস্তান।

পাকিস্তানের হয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কে পা রাখতে পারেন। সামাদ ৩০ বলে ৪৪ এবং ইরফান খান ১৬ বলে ২৪ রান করেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ৪টি ও জাকারি ফকস ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন অ্যালেন।

আগামী ২৬ মার্চ ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence