আইপিএল নিলাম চলাকালীন জ্ঞান হারালেন সঞ্চালক

মাটিতে পড়ে যান হিউ
মাটিতে পড়ে যান হিউ  © সংগৃহীত

আইপিএল নিলাম চলাকালীন জ্ঞান হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে তাঁর। সেই অবস্থাতেই জ্ঞান হারান হিউ।

জানা যায়, হিউ সুস্থ আছেন। কিছু ক্ষণের মধ্যেই নিলাম শুরু হতে পারে। আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তার আইপিএল নিলাম।

চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।

এদিকে আইপিএলের প্রথম দিনের নিলামে অবিক্রিত রয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। এই ক্যাটাগরিতে ছিলেন সুরেশ রায়না, স্টিভ স্মিথ, হার্শাল প্যাটেল, হেটমায়ার, জেসন হোল্ডারের মতো তারকা ক্রিকেটার। তবে সাকিবকে কিনতে কোনো দলই আগ্রহ দেখায়নি। ২ নাম্বার সেটে অবিক্রিত রয়ে গেছেন সুরেশ রায়না ও স্টিভ স্মিথও। যেটিকে অঘটনই বলছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যাঙ্গালুরুতে আইপিএলের ১৫তম আসনের নিলাম শুরু হয়। মার্কি ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছেন শ্রেয়াস আয়ার। ভারতীয় এই ব্যাটসম্যানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার পেছনে সাড়ে ১২ কোটি রুপি খরচ করেছে দলটি।


সর্বশেষ সংবাদ