নিউজিল্যান্ডের মাটিতে প্রথম

টেস্ট জয় টাইগারদের
টেস্ট জয় টাইগারদের  © সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের সব সংস্করণে প্রথম জয় পেল বাংলাদেশ। শুধু তাই নয়, দেশে কিংবা বিদেশে টেস্টে কিউদের বিরুদ্ধে এই প্রথম জয় টাইগারদের।

আজ বুধবার (৫ জানুয়ারি) মাউন্ট মুঙ্গানই টেস্টের শেষ দিনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডকে ১৬৯ রানে অলআউট করে মুমিনুলরা। 

পরে মাত্র ৪০ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আর তৈরি হয় নতুন ইতিহাস। এর আগে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে শেষ দিন শুরু করা কিউইদের ইনিংস শেষ করতে এক ঘণ্টাও লাগেনি বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৫৮

নিউজিল্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ১৪৭/৫) ৭৩.৪ ওভারে ১৬৯ (টেইলর ৪০, রবীন্দ্র ১৬, জেমিসন ০, সাউদি ০, ওয়্যাগনার ০*, বোল্ট ৯*: তাসকিন ১৪-৩-৩৬-৩, শরিফুল ১২-২-৩০-০, মিরাজ ২২-৫-৪৩-০, ইবাদত ২১-৬-৪৬-৬, মুমিনুল ৪-০-৭-০)

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৪০) ১৬.৫ ওভারে ৪২/২ (সাদমান ৩, শান্ত ১৭, মুমিনুল ১৩*, মুশফিক ৫*; বোল্ট ৫-৩-৪-০, সাউদি ৫-২-২১-১, জেমিসন ৩.৫-১-১২-১, ওয়্যাগনার ৩-১-৪-০)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: ইবাদত হোসেন চৌধুরী


সর্বশেষ সংবাদ