তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের ভুলে যাননি মাশরাফি

ছোট বেলার বন্ধুর দোকানে মাশরাফি
ছোট বেলার বন্ধুর দোকানে মাশরাফি  © সংগৃহীত

রবি দাস ও সুমন দাস সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার ছোটবেলার বন্ধু। মাশরাফি বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য। তারকা খ্যাতি পেলেও ছোটবেলার বন্ধুদের তিনি ভুলে যাননি। 

রবি দাস জুতা সেলাইয়ের কাজ করেন অন্যদিকে সুমন দাস করেন পরিচ্ছন্নতার কাজ। তাদে দুইজনের বন্ধু মাশরাফি জাতীয় দলের ক্রিকেটার হওয়ার পর এখন সংসদ সদস্য। তবুও বন্ধুদের কাছে একেবারেই বদলাননি তিনি। এখনও রবি দাসের দোকানে এসে সময় কাটান নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেট তারকা।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষামন্ত্রী

শনিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় রবি দাসের দোকানে পায়ের ওপর পা তুলে তার পাশে বসে গল্প করছেন মাশরাফি। 

মাশরাফির আরেক বন্ধু সুমন। পেশায় পরিচ্ছন্নতাকর্মী। মাশরাফির সঙ্গে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সবার সঙ্গে যোগাযোগ রাখেন।

আরও পড়ুন: বিশ্বসেরার তালিকায় দেশের দুই বিশ্ববিদ্যালয়

এ বিষয়ে সুমন সাংবাদিকদের বলেন, ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে চলাফেরা, খেলা-ধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সঙ্গে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সঙ্গে যোগাযোগ করে।

তিনি বলেন, ক্রিকেট দলের পর এখন নড়াইলের গণমানুষের নেতা, অধিনায়ক বনে গেছেন মাশরাফি। তার মতো করে জনগণের এতটা পাশে এসে দাঁড়ানো, নিজ দায়িত্বে সরজমিন এসে সুযোগ-সুবিধার খোঁজ-খবর নেয়ার মতো সাংসদ বাংলাদেশে কমই দেখা যায়।

উল্লেখ্য, কারো কাছে তিনি ম্যাশ, কারো কাছে আবার তিনি মাশরাফি নামে পরিচিত হলেও নড়াইলের সেই দুরন্ত কিশোরটি ছোটবেলা থেকে কৌশিক নামেই সবার কাছে বেশি পরিচিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ