বিতর্কিত পেনাল্টিতে ফাইনাল খেলা হলো না বাংলাদেশের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৭:১৩ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২১, ০৭:১৩ PM
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে আজ নেপালকে হারানোর বিকল্প ছিল না বাংলাদেশের। প্রথমার্ধে এগিয়ে থেকেও সাফের ফাইনাল খেলা হলো না তাদের। নেপালের সাথে ১-১ গোলে ড্র করায় স্বপ্নভঙ্গ হয়েছে দেশের ফুটবল প্রেমীদের।
মালেতে বুধবার তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ভারতের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করা মতিন মিয়ার পরিবর্তে সুমন রেজাকে মাঠে নামান কোচ অস্কার ব্রুজন। তার টোটকা কাজে লাগে দারুণভাবে। সুমনের গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় বাংলাদেশ।
পুরো ম্যাচ জুড়েই দারুণ খেলেছে লাল সবুজের দলটি। তবে শেষমুহূর্তে এসে খেই হারিয়ে বসে জামাল ভূঁইয়ারা। ১-১ গোলে ড্র করে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। যদিও রেফারির কল্যানে পাওয়া নেপালের পেনাল্টি নিয়েছে রয়েছে বিতর্ক।