ক্রিকেটে বিশ্বরেকর্ড হারাচ্ছেন শহীদ আফ্রিদি?

০৭ মে ২০১৯, ০১:২৯ PM

© সংগৃহীত

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ইতিবাচক-নেতিবাচক নানাভাবে আলোচনায় এসেছেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। ধুমধাড়াক্কা ক্রিকেট খেলে ‘বুম বুম আফ্রিদি’ নামেও পরিচিতি পেয়েছিলেন। ৩৭ বলে সেঞ্চুরি করে গড়েছিলেন বিশ্বরেকর্ড।

তার জীবনের জানা-অজানা নানা কথা নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জারে’ তুলে ধরেছেন শহীদ আফ্রিদি। চাঞ্চল্যকর সব তথ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে আলোড়ন তুলেছেন। তবে বাজারে বইটির এখন ব্যাপক চাহিদা থাকলেও ফেঁসে যেতে পারেন তিনি।

এতদিনের জানান বিতর্কগুলোর কারণে নয় আফ্রিদি ফেঁসে যেতে পারেন বয়স সংক্রান্ত জটিলতার কারণে। কারণ এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির বিশ্বরেকর্ড তার। সেটিই এখন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

১৯৯৬ সালে কেনিয়ায় শ্রীলংকার বিপক্ষে মাত্র ৩৭ বলে বলে ঝড়ো সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি। দেড় দশকের অধিক সেটিই ছিল সবচেয়ে কম বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তখন আফ্রিদির বয়স ছিল ১৬ বছর ২১৭ দিন। অবশ্য দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স তার সে রেকর্ড ভেঙে দিয়েছেন। তবে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি এখনো পাকিস্তানের সাবেক অধিনায়কের দখলে।

তবে নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জারে’ আফ্রিদি জানিয়েছেন, ওই সময় তার বয়স ১৬ নয়, ছিল ১৯ বছর। কমানো হয়েছিল পাঁচ বছর।আইসিসিকে জন্ম ১৯৮০ সালে জানায় পিসিবি। তবে তিনি জন্মগ্রহণ করেন ১৯৭৫ সালে।

এ তথ্য জানার পর নড়েচড়ে বসেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে সংস্থাটি।আফ্রিদির বিশ্বরেকর্ডটি বাতিলের চিন্তাভাবনা শুরু করেছে তারা। এটি নিয়ে কি করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন আইসিসির শীর্ষ কর্মকর্তারা। রেকর্ডের পাতায় এ ভুল সংশোধন করার উপায় খুঁজছেন তারা।

আফ্রিদির পরই কম বয়সী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড আছে আফগানিস্তানের উসমান ঘনির। ২০১৪ সালে বুলাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল ১৭ বছর ২৪২ দিন। আফ্রিদির নাম সরিয়ে ফেলা হলে তিনিই হবেন কম বয়সী সেঞ্চুরিয়ানের রেকর্ডধারী। আর তা হবে আফগানিস্তানের প্রথম বিশ্ব রেকর্ড।

 

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬