চট্টগ্রামকে গুঁড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে চট্টগ্রামকে গুঁড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপার জিতল ফরচুন বরিশাল। টানটান উত্তেজনার ম্যাচে ১৯৫ রানের টার্গেটে খেলতে নামে বরিশাল। শেষদিকে ব্যাকফুটে চলে গেলেও ঠিকই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল মেগা ফাইনালে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করে চিটাগং কিংস। ওপেনিং জুটিতে ১২.৪ ওভারে ১২১ রান তোলে তারা। ওই জুটির ওপর ভিত্তি করে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করে মোহাম্মদ মিঠুনের দল। 

বরিশালের ১৯৫ রানের লক্ষ্যে শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। বোলার হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন। প্রথম বলেই লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন।

পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। তিন বল বাকি থাকতেই ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল।


সর্বশেষ সংবাদ