জিয়াপুত্র দাবাড়ু তাহসিনের পাশে দাঁড়াল বিসিবি, দিল ১৬ লাখ টাকা

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে তার ছেলে তাহসিন তাজওয়ার
প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে তার ছেলে তাহসিন তাজওয়ার  © সংগৃহীত

বাংলাদেশের দাবার দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া। আকস্মিক মৃত্যুতে জিয়ার একমাত্র পুত্র দাবাড়ু তাহসিন তাজওয়ার জিয়া ও স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য গভীর সংকটে। এ অবস্থায় তাহসিন তাজওয়ার জিয়ার পাশে দাঁড়িয়ে ছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

জিয়ার ছেলে ১৯ বছরের কিশোর তাহসিন তাজওয়ার ফিদে মাস্টার। বাবার মতো তিনিও গ্র্যান্ডমাস্টার হতে চান। গ্র্যান্ডমাস্টার হতে হলে বিদেশে অনেক টুর্নামেন্ট খেলে নর্ম ও রেটিং বাড়াতে হয়। এজন্য প্রয়োজন অর্থের। জিয়ার ছেলে তাহসিনের আসন্ন তিনটি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ লাখ ৮০ টাকা প্রদান করবে। এর মাধ্যমে হাঙ্গেরিতে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট, শ্রীলঙ্কায় জোনাল দাবা ও মন্টেনেগ্রোতে বিশ্ব জুনিয়র দাবায় খেলবেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তাহসিনকে নিয়ে আশার কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ‘তাহসিন খুবই প্রতিভাবান দাবাড়ু। সে কিংবদন্তি বাবার পথ অনুসরণ করছে। যা দেখে ভালো লাগছে। আমরা তাকে সহযোগিতা করতে চাই। গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে তাহসিন এখন আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের জন্য খেলছে। তার এ যাত্রার অংশ হতে পেরে বিসিবি গর্বিত।’  ফারুক আহমেদ আরও বলেন, ‘আমরা মনে করি, দাবা এবং আমাদের দেশের খেলাধুলায় অবদানের জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশের এটিও একটি উপায়।’

জিয়ার স্ত্রী বিসিবির এই সহায়তা পেয়ে খানিকটা স্বস্তি নিয়ে বলেন, ‘জিয়ার স্বপ্ন ছিল তাহসিনকে সুপার গ্র্যান্ডমাস্টার করবে। এখন জিয়া নেই, আমি চেষ্টা করছি জিয়ার স্বপ্নপূরণ করতে। বিসিবি এই সহায়তা করায় বেশ কৃতজ্ঞ। আশা করি এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে তাহসিন অন্তত আন্তর্জাতিক মাস্টার হওয়ার ধাপ অর্জন করতে পারবে।’

 


সর্বশেষ সংবাদ