রেকর্ড বই তছনছ করলেন লিটন, লিখলেন নতুন ইতিহাস

লিটন দাস
লিটন দাস  © সংগৃহীত

দেশের ক্রিকেটে দিনজুড়েই আলোচনায় লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে জায়গা পাননি অভিজ্ঞ ওপেনার। সেসব নিয়েই চলছিল পক্ষে-বিপক্ষে চর্চা। দিন গড়িয়ে রাতে সেই আলোচনায় ভিন্ন স্রোতের দোলা দিলেন তিনি। ওয়ানডে দলে জায়গা হারানোর দিনে বিপিএলে উপহার দিলেন তিনি রেকর্ড গড়া সেঞ্চুরি। এ ছাড়াও গড়লেন আরও নতুন কিছু রেকর্ড।

রবিবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত ছিল লিটন দাসের ব্যাট। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। চাপা কষ্ট যেন ছক্কা-চারে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন অসাধারণ সেঞ্চুরিতে। দল থেকে বাদ পড়ার জবাব এর চেয়ে কি সুন্দর হয়!

স্বীকৃত টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরির দিনে তানজিদ হাসান তামিম ছুঁয়েছেন দ্বিতীয় শতক। তার প্রেক্ষাপট অবশ্য লিটনের চেয়ে বিপরীত। চ্যাম্পিয়নস ট্রফির দলে রয়েছেন এই বাঁহাতি ব্যাটার। লিটনের যদি দুঃখগাথা থাকে, তাহলে খুশির তোড়েই ব্যাট চালিয়েছেন তানজিদ তামিম।

লিটন-তামিমের রেকর্ড জুটিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীকে ২৫৪ রানের চাপায় ফেলে দিয়েছে টানা ছয় ম্যাচে হারা ঢাকা ক্যাপিটালস। রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ইনিংসে বিপিএলে এটিই এখন কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এত দিন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ২৩৯ রান ছিল যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ স্কোর।

নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দলকে। বিজয় কি আক্ষেপে পোড়েননি, কেন হাতে ধরে বিপদটা টানলেন! তবে লিটনের ব্যাটিং শৈলী হয়তো তাকে যত কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি উপভোগ করেছেন গ্যালারিপূর্ণ দর্শক। ওপেনিং জুটিতে ২৪১ রান তুললেন লিটন-তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি এখন সর্বোচ্চ রানের জুটি। স্বীকৃত ক্রিকেটে আরেকটি জুটি আছে ২৫৮ রানের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের দুই ব্যাটার কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও লাচলান ইয়ামামোতো-লেক জুটির এ রেকর্ড গড়েন।

শুরুতে তামিম ঝড় তুললেও, খোলস ছেড়ে বেরোতে দেরি করেননি লিটন। ৪৪ বলেই তুলে নিয়েছেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বিপিএলে ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে এখন লিটনেরও। তারপর তামিম ৬২ বলে তুলেন নেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। গত বিপিএলে চট্টগ্রামের হয়ে করেছিলেন প্রথম সেঞ্চুরি। ১৯.৩ ওভারে ৬৪ বলে ১০৮ রানে ফেরেন তামিম। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার।

শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন। ৯টি ছক্কা সঙ্গে মেরেছেন ১০টি চার। ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৫৪ রান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence