সাকিব-লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার কারণ জানাল বিসিবি

সাকিব আল হাসান ও লিটন দাস
সাকিব আল হাসান ও লিটন দাস  © ফাইল ফটো

তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান, তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাই সত্যি হলো, সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে।

 আজ রবি বার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দল ঘোষণার পরক্ষণেই সংবাদ সম্মেলনে এসেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে সাকিব আল হাসানের দলে না থাকা নিয়ে ব্যাখা দিয়েছেন তিনি। এর আগে গতকাল বিসিবি জানিয়েছিল, চেন্নাইতে সাকিবের দ্বিতীয় দফায় দেওয়া বোলিং পরীক্ষাতেও ত্রুটি ধরা পড়েছে।

আসন্ন আইসিসি ইভেন্টে সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে লিপু বলছিলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’

গত বছর ইংল্যান্ডের লাল বলের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ বোলিংয়ের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। পরে বার্মিংহ্যামের ল্যাবে বাংলাদেশের সাবেক অধিনায়কের বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কথা জানিয়ে তাকে নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্বিতীয় দফায় গত মাসে তিনি পরীক্ষা দেন ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে। সেখানে একই ফল আসায় বোলিংয়ে নিষিদ্ধ সাকিব এখন কেবল ব্যাটার। তবে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হলে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।

এদিকে ঘোষিত দলে সবচেয়ে বড় চমক লিটন দাসের জায়গা না পাওয়া। অবশ্য ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে, এটা মোটেও চমক মনে হবে না। গত বছর খেলা ৫ ওয়ানডেতে ৩ বারই শূন্য রানে আউট হয়েছেন। বাকি দুই ইনিংসেও রানের ঘর দুই অঙ্কে নিতে পারেননি (২, ৬)!

আজকের (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টটির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence