ভূমিকম্পে হেলে পড়া ভবনের বিদ্যুৎ–গ্যাস বিচ্ছিন্ন করল রাজউক

ভূমিকম্পে হেলে পড়া ভবনের বিদ্যুৎ–গ্যাস বিচ্ছিন্ন করল রাজউক
ভূমিকম্পে হেলে পড়া ভবনের বিদ্যুৎ–গ্যাস বিচ্ছিন্ন করল রাজউক  © সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ফেরিঘাট সংলগ্ন লছমনগঞ্জ এলাকায় ভূমিকম্পে হেলে পড়া সাততলা ভবনটি এখনও খালি না করায় রাজউক ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং দ্রুত ভবন খালি করার নির্দেশ দিয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজউকের ভ্রাম্যমাণ একটি দল অভিযান চালিয়ে ভবনটির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। ভবনটি ওই এলাকার সাত্তার মিয়া ওরফে সাত্তার কসাইয়ের মালিকানাধীন।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, ‘সাত্তার মিয়ার ভবনটি রাজউকের অনুমোদনবিহীন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করে প্রাথমিকভাবে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে এবং দ্রুত খালি করার সুপারিশ দিয়েছে। রাজউক বারবার মালিককে নির্দেশ দিলেও তিনি সাড়া দেননি। ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা জরুরি। বুয়েটের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ভবন মালিক আবদুর সাত্তার মিয়া বলেন, ‘ভবন খালি করার জন্য আরও কিছু সময় চেয়েছিলাম, কিন্তু তার আগেই রাজউক বিদ্যুৎ ও গ্যাস সংযোগ কেটে দিয়েছে।’

এর আগে গত ২১ নভেম্বর সকালে ভূমিকম্পের পর সাততলা ভবনটি পাশের নির্মাণাধীন বহুতল ভবনের দিকে হেলে পড়ে। ঘটনার পর উপজেলা প্রশাসন ভবনমালিক ও ভাড়াটিয়াদের দ্রুত সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। তবে ১৯ দিন পেরিয়ে গেলেও ভবন মালিক প্রশাসনের নির্দেশ মানেননি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence