আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ শুরু আগে টস
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ শুরু আগে টস  © সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছে বাঘিনীরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

নিগার সুলতানা জ্যোতিদের জন্য এ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। কেননা পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে লাল-সবুজের দলকে আইসিসি উইমেন্স চ‌্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে। ফলে আইরিশদের বিপক্ষে সবকটি ম্যাচে জয় বেশ গুরুত্বপূর্ণ জ্যোতিদের জন্য। 

বাংলাদেশ একাদশ 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ
গ্যাবি লুইস, আভা কেনিং, লাউরা ডেলানি, সারাগ ফর্বেস, এমি হান্টার, আরলেন কেলি, আইমি ম্যাগুয়ের, ওরলা প্রেডারগেস্ট, লেহ পল, উনা রায়রায়ন্ড হুই ও ফ্রেয়া সারজেন্ট। 


সর্বশেষ সংবাদ