সাবিনাদের ২০ লাখ টাকার চেক দিল বিসিবি

২০ নভেম্বর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাবিনার হাতে চেক তুলে দিচ্ছেন বিসিবি সভাপতি

সাবিনার হাতে চেক তুলে দিচ্ছেন বিসিবি সভাপতি © সংগৃহীত

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নারীদের এমন সাফল্যের পর ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিশ্রুতি অনুযায়ী এবার সেই চেক বুঝিয়ে দিল বিসিবি।

আজ বুধবার (২০ নভেম্বর) বিসিবি কার্যালয়ে সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন, ফাহিম সিনহা, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার।

মেয়েরা চ্যাম্পিয়ন হতেই আনন্দে উদ্বেল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দেয়া হয় দেড় কোটি টাকা। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পর বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়া হয়েছিল ৫০ লাখ টাকা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও নানা সময়ে বাংলাদেশ নারী ফুটবল দলের পাশে দাঁড়িয়েছে বিসিবি।

আরও পড়ুন: জয় দিয়ে বছর শেষ করলো মেসিরা

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবর্ধনা পাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রণালয় প্রতিশ্রুতি অনুযায়ী এক কোটি টাকার চেক হস্তান্তর করে। এ ছাড়া সাউথ ইস্ট ব্যাংক প্রত্যেক সাফজয়ী ফুটবলারকে তিন লাখ টাকা করে দিয়েছে। এদিকে বিসিবি তাদের টাকা আজ ফুটবলারদের বুঝিয়ে দিয়েছে। তবে এখনো বাফুফের দেড়কোটি টাকা হস্তান্তর করেননি ফুটবলারদের।

ট্যাগ: ফুটবল
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬