জয় দিয়ে বছর শেষ করলো মেসিরা

বিশ্বকাপের আরও কাছে চলে গেছে আলবিসেলেস্তেরা
বিশ্বকাপের আরও কাছে চলে গেছে আলবিসেলেস্তেরা  © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে আগের শেষ ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচ হারলেও শীর্ষস্থান ধরে রেখেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এক ম্যাচ পরেই বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে। আজ মাঠে নেমেছিল বছরের সবশেষ ম্যাচে খেলতে। মেসির পাস থেকে লাউতারো মার্তিনেজের করা গোলে পেরুকে হারিয়ে জয় দিয়েই বছর শেষ করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। এতে আগামী বিশ্বকাপের আরও কাছে চলে গেছে আলবিসেলেস্তেরা।

পেরুর বিপক্ষে মাঠে নামার আগে দলে যোগ হয়েছিল চোটের সমস্যা। তবে সব বাধা এড়িয়ে জয় দিয়েই বছর শেষ করতে পেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সেটিও আবার ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে রেখে।

লা বোম্বানেরায় পেরুর বিপক্ষে এ ম্যাচে দাপট দেখিয়েছে আর্জেন্টিনাই। যদিও একটির বেশি গোল করতে পারেনি স্কালোনির শিষ্যরা। আর সেই গোলটি এসেছে আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জয়ের নায়ক লাউতারো মার্তিনেজের পা থেকে।

বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে প্রথম দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেবার দুটি গোলই করেছিলেন মেসি। এরপর কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে মার্তিনেজ জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন। এবারও তার পা থেকেই এলো জয়সূচক গোলটি।

চোটের কারণে নিয়মিত একাদশের একাধিক ফুটবলারকে দলে পাননি স্কালোনি। মাঠের খেলায়ও এর প্রভাব ছিল স্পষ্ট। মার্তিনেজ-মেসি-আলভারেজদের আক্রমণেও ছিল না সেই চিরচেনা ধার। এ কারণে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কখনো বারে লেগে, কখনো-বা প্রতিপক্ষ গোলরক্ষণের প্রচেষ্টায় ব্যর্থ হয় আর্জেন্টিনা।

তবে আর্জেন্টিনার গোলখরা কাটে ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে। প্রথমার্ধে ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে ছয়টি শট নিলেও আর্জেন্টিনা লক্ষ্যে রাখতে পেরেছিল কেবল একটি। তবে দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই আর্জেন্টিনার অপেক্ষার অবসান করেন মার্তিনেজ। মেসির বাড়িয়ে দেওয়া ক্রসে বল পেয়ে দুর্দান্ত এক ভলিতে জালের ঠিকানা খুজে নেন এই তারকা। 

মার্তিনেজের গোলে লিড নেয়ার পর আরও বেশ কয়েকবার আক্রমণ শাণিয়েছে আর্জেন্টিনা, তবে গোলের দেখা পায়নিম এদিকে পেরুও আলবিসেলেস্তেদের রক্ষণের তেমন পরীক্ষা নিতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্টে শীর্ষস্থান মজবুত করেছে স্কালোনির দল।


সর্বশেষ সংবাদ