বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত

বিসিবির বোর্ড সভা আজ
বিসিবির বোর্ড সভা আজ  © সংগৃহীত

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড পরিচালকদের নিয়ে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সভা। ধারণা করা হচ্ছে এই সভার মাধ্যমে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। নির্ধারণ হতে পারে পরিচালকদের ভাগ্য। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মিরপুরে বিসিবির কার্যালয়ে বিকেল ৩টায় শুরু হবে এই সভা। সরকার পতনের পর জরুরি এক সভায় বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। ওই সভা আয়োজন হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে নতুন সভাপতির নেতৃত্বে এবারের সভা হবে বোর্ডের নির্ধারিত কার্যালয়েই।

গত ২ জুলাই সবশেষ বোর্ড পরিচালকদের সভায় যারা উপস্থিত হয়েছিলেন, তাদের ভেতর শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবায়েদ নিজাম, ইসমাঈল হায়দার মল্লিক, আ জ ম নাসিরসহ অনেকেই ২১ আগস্টের জরুরি সভায় উপস্থিত হননি। এরকম আরও অনেকে অনুপস্থিত ও পদত্যাগ পত্র জমা দেননি।

নিয়ম অনুযায়ী, শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া কেউ যদি পরপর ৩টি সভায় অনুপস্থিত থাকেন তাহলে পরিচালকের পদ অবসান বা শূন্য হবে। ২১ আগস্টের জরুরি সভা ও আজকের সভায় অনুপস্থিত থাকারা পরবর্তী সভাতেও যদি অনুপস্থিত থাকেন তাহলে তাদের পরিচালক পদের অবসায়ন হবে।

সেই হিসেবে আজকের সভায় পরিচালক পদ হারাতে পারেন তানভীর আহমেদ টিটু, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ, এনায়েত হোসেন সিরাজের মতো পরিচালকরা। কারণ, তারা গত ২ জুলাই ১১তম ও ২১ আগস্ট ১২তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন না।

গুঞ্জন আছে- আগের কমিটিগুলোর অধিকাংশ ভেঙে দিয়ে, নতুনভাবে বন্টন করা হবে কমিটি। পরিচালক সংখ্যা কম হওয়ায়, প্রায় প্রত্যেকে পাবেন একাধিক কমিটির দায়িত্ব। সভাপতি ফারুক আহমেদ নিজেই সভায় বণ্টন করবেন বিভাগ। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু বলা না হলেও মিরপুর স্টেডিয়াম এলাকায় শোনা যাচ্ছে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেতে পারেন নাজমুল আবেদীন ফাহিম।

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হতে পারেন ফাহিম সিনহা। অ্যাকাউন্টস ও ফাইনান্স কমিটির দায়িত্ব পেতে পারেন মাহাবুব আনাম। সেইসাথে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বিপিএল নিয়ে। এছাড়াও আলোচনা হবে- সাকিব ইস্যু, পূর্বাচল স্টেডিয়াম আর বিসিবি’র এফডিআর নিয়েও।

জানা গেছে আজকের সভায় স্থায়ী কমিটি ও শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে আলেচনা হবে। সাবেক বিসিবি সভাপাতি নাজমুল হাসান পাপনের বোর্ডের আহ্বান করা দরপত্র গ্রহণের শেষ দিন আজ। আজকের সভায় বাতিল হয়ে যেতে পারে দরপত্র গ্রহণ প্রক্রিয়াই।

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে থাকতে পারে স্ট্যান্ডিং কমিটির রদবদল। জালাল ইউনুস পদত্যাগ করার পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদ শূন্য পড়ে আছে। শোনা যাচ্ছে, এই দায়িত্ব পেতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত নতুন পরিচালক নাজমুল আবেদীন।

এছাড়াও মেয়েদের আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল ও হাইপারফম্যান্স বিভাগের ক্যাম্প নিয়েও আলোচনা হতে পারে। তবে, সবচেয়ে বড় চমক হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত। তাকে বরখাস্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসতে পারে আজকের সভায়।

সভায় আরো একটা বড় ইস্যু হতে পারেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি।


সর্বশেষ সংবাদ