অধিনায়ক দেখে এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে: শান্ত

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহজ ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। বল হাতে দায়িত্ব সেরেছেন বোলাররা। কিন্তু টপ অর্ডার ব্যাটাররা নিরাস করছেন ভক্তদের। তবে বাংলাদেশ অধিনায়ক বললেন, অধিনায়ক ভালো খেললে বাকিরা অনুপ্রেরণা পেয়ে থাকেন। কিন্তু তিদিনই যে ভালো খেলতে হবে, তেমনটা মনে করেন না তিনি।

বুধবার (১২ জুন) সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক শান্ত।  সেখানে ব্যাটারদের নিয়েই প্রশ্ন হলো বেশি। অধিনায়ক নিজের পারফরম্যান্স নিয়ে কী ভাবছেন? সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন বলেন, ‘আমার পারফরম্যান্স নিয়ে যেটা বললেন। অবশ্যই ব্যাটিংটা ভালো হয়নি। রান করতে হবে ব্যাটার হিসেবে। বাড়তি কোনো চাপ আমি ফিল করছি না। যদি স্টার্ট পাই অবশ্যই টিমের জন্য ভালো কিছু করার চেষ্টা করব।’

অধিনায়ক ভালো খেললে বাকিরা অনুপ্রেরণা পেয়ে থাকেন। কিন্তু শান্ত নিজেই ফর্মে নেই, আর প্রতিদিন যে ভালো খেলতে হবে, এমনটা বিশ্বাসও করেন না বাংলাদেশ দলপতি। তিনি বলেন, ‘ক্যাপ্টেন দেখে, জিনিসটা এমন না যে প্রতিদিনই ভালো খেলতে হবে। এরকমও ফিল করছি না, বাট রেসপনসিবিলিটি আছে যে আমি ব্যাটার হিসেবে কতটুকু কনট্রিবিউট করতে পারি। এটা নিয়ে হার্ডওয়ার্ক করছি, সো আশা করছি যে সামনে ভালো কিছু হবে।’

শুধু শান্ত নন, ব্যাটিং ইউনিটে টাইগারদের বেশিরভাগই ফর্মহীনতায় ভুগছেন। তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ বাদে বাকিদের ক্ষেত্রে কথাটা হয়তো অনেকটাই সত্য। এটাও ভাবাচ্ছে না শান্তকে। তিনি বলেন, ‘আমি কখনও আশা করি না যে, ৭ জন ব্যাটারই ভালো খেলবে। আমি চাই যে ব্যাটারটা সেট হচ্ছে, সেটা টপঅর্ডারে হতে পারে, মিডলঅর্ডারে হতে পারে, ও যেন খেলাটা শেষ করে আসে। অবশ্যই উপর থেকে হলে ভালো।’

শান্ত আরও বলেছেন, ‘দর্শকের কথা যেটা বললাম খুবই ভালো লেগেছে, নিউইয়র্কে বা ডালাসে যখন খেললাম অনেকে এসে সাপোর্ট করেছে। বেশিরভাগ দর্শক আমাদের ছিল। যেটা অবশ্যই প্রতিটা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা তো থাকেই। আমি আশা করব কালকেও দর্শকরা আসবেন। বাংলাদেশ থেকে না হোক এখান থেকে যারা লোকাল আছেন। এর যতবার সিরিজ খেলতে এসেছি প্রতিবার কিন্তু আমাদের সাপোর্টার ছিল।'

আরও পড়ুন: সাকিবকে অবসরে যেতে বললেন শেবাগ

টি-টোয়েন্টিতে সবশেষ ১০ ইনিংসের ১টিতেও হাফসেঞ্চুরি করতে পারেননি শান্ত, সর্বোচ্চ স্কোরটা ৩৬ রানের। বিশ্বকাপেও ব্যর্থতা টেনে নিয়ে গেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রান করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আউট হন ১৪ রান করে। যে কারণে নেদারল্যান্ডস ম্যাচকে সামনে রেখে শান্তর পারফরম্যান্স নিয়ে আলোচনা হচ্ছে।

এবারের বিশ্বকাপে দুই ম্যাচ মিলে শান্ত করেন ২১ রান। স্ট্রাইকরেট ৫৮.৩৩ ও গড় ১০.৫। তাঁর আউট হওয়ার ধরনও দৃষ্টিকটু। নিউইয়র্কের বধ্যভূমিতে ১১৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যখন সংগ্রাম করছিল, সেসময় পুল করতে গিয়ে উইকেট বিলিয়েছেন শান্ত। একটি ছক্কা মারলেও ২৩ বলে করেন ১৪ রান। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।

এদিকে,  টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে ভালো পারফর্ম করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই দিক থেকেই তিনি নেই চেনা ছন্দে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্রে অ্যাওয়ে সিরিজ কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ, কোথাও নিজের চেনা ফর্ম দেখাতে পারেননি তিনি। সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরলেন ভক্তদের নিরাস করে। বিশ্বসেরা অলরাউন্ডার ৪ বলে করেন ৩ রান। 

চলমান বিশ্বকাপের সুপার এইটে যেতে হলে আজ নেদারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। প্রথম দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে পরাজয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা। আজ জিতলে অবস্থান মজবুদ হবে বাংলাদেশ দলের। ২০০৭ সালের উদ্বোধনী আসরের পর থেকে গ্রুপ পর্ব আর পার হতে পারেনি টাইগার। গত ১৭ বছরের সেই আক্ষেপ মেটাতে আজ (বৃহস্পতিবার) জয় চাই হৃদয়-মাহমুদউল্লাহরা। আর সেজন্য দরকার ব্যাটিং অর্ডারের ধারাবাহিকতা।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence