সাকিবকে অবসরে যেতে বললেন শেবাগ

সাকিবকে অবসরে যেতে বললেন শেবাগ
সাকিবকে অবসরে যেতে বললেন শেবাগ  © সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ-বিদেশে সাকিবের অসংখ্য ভক্ত। অনেক উঠতি ক্রিকেটার অনুসরণ করেন তাকে। সাকিব মাঠে নামলেই যেন বাংলাদেশ জেগে উঠে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে ভালো পারফর্ম করতে পারছেন না সাকিব। ব্যাটে-বলে দুই দিক থেকেই তিনি নেই চেনা ছন্দে। এবার সাকিবের অবসর নেয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন বীরেন্দর শেবাগ।

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্রে অ্যাওয়ে সিরিজ কিংবা বিশ্বকাপের প্রথম ম্যাচ, কোথাও নিজের চেনা ফর্ম দেখাতে পারেননি সাকিব আল হাসান। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারও গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরলেন ভক্তদের নিরাস করে। বিশ্বসেরা অলরাউন্ডার ৪ বলে করেন ৩ রান। টি-টোয়েন্টিতে সাকিবের সবশেষ ফিফটি ২০২২ সালে, ১৯ ইনিংস আগে।গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপেও সাকিবের ব্যাটিং আশাব্যাঞ্জক। 

২০২১ বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে রান করেছিলেন ১৩১। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে করেছেন মাত্র ৪৪। আর এবার ব্যাট-বল কোনোটিতেই কিছু করতে পারছেন না সাকিব। এখনো পর্যন্ত পাননি একটি উইকেটেরও দেখা। তার উপর তাই খুব বিরক্ত ভারতের সাবেক তারকা ওপেনার বিরেন্দর শেবাগ।

ম্যাচ শেষে ক্রিকবাজের অনুষ্ঠানে সাকিব আল হাসানের ওপর একপ্রকার ক্ষোভ ঝাড়লেন বীরেন্দর শেবাগ। সাকিবের অবসর নেয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন তিনি। সাকিবের শেষটা এখনই দেখছেন শেবাগ, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয়পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে। হয় সাকিব নিজ থেকে সরে যাবে অথবা বোর্ড তাকে বাধ্য করবে।’ 

শেবাগ বলেন, ‘গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে, ওকে আর টি-টোয়েন্টিতে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন, সাকিবের নিজেরই তো লজ্জা করা উচিত। নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।’

তিনি যোগ করে বলেছেন, ‘আমি তো দ্বিতীয় কিংবা তৃতীয় বিশ্বকাপ, যেটা শ্রীলঙ্কায় হয়েছিল। তখন যখন ডেল স্টেইন, মরনে মরকেল, আফগানিস্তানে একটা পেসার ছিল, স্বাচ্ছন্দ্যে আমি যখন ওদের মারতে পারছি না, নির্বাচকদের বলে দিয়েছিলাম, আমাকে যেন টি-টোয়েন্টি দলে রাখা না হয়। আমি ওয়ানডে ও টেস্ট খেলব। দিন শেষে নিজে তো বোঝা যায় আমার ব্যাটিং ভালো হচ্ছে না, বোলিং ভালো হচ্ছে না, দলের জন্য অবদানই রাখতে পারছি না। তাহলে খেলে কী হবে? আমার হিসেবে তো ওর (অবসরের) সময় আগেই হয়েছে।’

গতরাতে নাসাউয়ের অদ্ভুত পিচে নর্খিয়ার বলে পুল শট খেলতে গিয়ে আউট হন সাকিব। ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের এমন শট আরও বিরক্তি ধরিয়েছে শেবাগের মনে, ‘অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয়, তাহলে সেটা করে দেখাক। এই উইকেটে কিছু সময় তো দাও। তুমি অ্যাডাম গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন নও। তুমি বাংলাদেশের খেলোয়াড়। সেটা হিসাব করে খেলো। হুক-পুল তোমার শট নয়। তোমার যেটা শট, সেটা খেলো, অন্তত উইকেটে তো থাকো।’

শেবাগ মনে করেন বাংলাদেশের উচিত ভবিষ্যতের দিকে তাকানো, ‘‘কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় নির্বাচকদের এসেছে। তরুণদের সুযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি, যদি আপনি ফল না পান, তাহলে তরুণদের সুযোগ দিয়েই ম্যাচ হারুন। অন্তত তাতে ওদের অভিজ্ঞতা তো হবে। সাকিব তো এসব কিছুই করতে পারছে না। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর ওর খেলা উচিত। কিংবা ওকে খেলানো উচিত।’

আরও পড়ুন: রাজনীতি নিয়ে সাকিবের পুরনো পোস্ট ফের আলোচনায়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র ১ ওভার। উইকেট পাননি, দিয়েছেন ৬ রান। ব্যাট হাতে আউট হন মাত্র ৩ রান করে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও বোলিংয়ের কোটা পূর্ণ করেননি। ব্যাট হাতে দলকে বিপদে ফেলে ৮ রান করে আউট হয়ে গেছেন।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence