ব্লাড ক্যান্সার কেড়ে নিল তরুণ ক্রিকেটারের প্রাণ

২৯ নভেম্বর ২০২৩, ০৭:১৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের সাথে হৃদয়

জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের সাথে হৃদয় © সংগৃহীত

মাত্র ২৪ বছর বয়সেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেট অলরাউন্ডার আব্দুল আলিম হৃদয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৯ নভেম্বর) মারা যান তিনি।

হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানায়, গোপিবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগের ক্রিকেট খেলা এই ক্রিকেটার বাঁ-হাতি বোলার ও ব্যাটার ছিলেন। চলতি মৌসুমেও দ্বিতীয় বিভাগের ক্লাবটির হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। 

কিছুদিন আগে হৃদয় ঢাকায় আসার পর ডেঙ্গুতেও আক্রান্ত হন বলে জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিন। সাইফ উদ্দিন শোক জানিয়ে ফেসবুক পোস্টে লেখেন, ‘ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করেছিল, ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যানসার এবং ব্রেন স্টোক করে আজকে মারা যায়।’

হৃদয়ের এমন মৃত্যুতে ঢাকার পরিবেশকে দায়ী করে জাতীয় দলের অলরাউন্ডার লেখেন, ‘বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর, মানুষের স্বাস্থ্য-সুরক্ষা একদম নেই বললেই চলে। কিছুদিন আগে ছেলেটা বিয়ে করেছিল, কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছুই না করি, তাও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।’

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬