দেখে নিন বিশ্বকাপের সেমিফাইনালের সূচি

১২ নভেম্বর ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
 দলগুলো শেষ চারের বাধা কাটিয়ে ফাইনালে চোখ রেখে মাঠে নামবে

দলগুলো শেষ চারের বাধা কাটিয়ে ফাইনালে চোখ রেখে মাঠে নামবে © সংগৃহীত

আজ ভারত-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্বের লড়াই। এরপর দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে সেমির লড়াই। আয়োজক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবার দলগুলোর সামনে শ্রেষ্ঠত্বের জায়গা করে নেওয়ার মিশন।

এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। অন্যদিকে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অস্ট্রেলিয়া আর চারে থাকা কিউইদের অর্জন ১০ পয়েন্ট।

আগামী বুধবার (১৫ নভেম্বর) বিশ্ব মঞ্চে প্রথম সেমিফাইনাল খেলবে স্বাগতিকরা। এদিন বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তারা লড়বে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। ম্যাচটি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। এছাড়া দুটি সেমিফাইনালের বিজয়ী দল ১৯ নভেম্বর ফাইনালে শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে।

আরও পড়ুন: বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা

আর ১৩তম বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৯ নভেম্বর ফাইনালে শিরোপা জয়ের মধ্যে দিয়ে। 

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬