মেসির হাতে অষ্টম ব্যালন ডি’অর, নাকি হ্যালন্ডের প্রথম

৩০ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালন্ড ও আর্জেন্টােইন মহাতারকা লিওনেল মেসি

ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালন্ড ও আর্জেন্টােইন মহাতারকা লিওনেল মেসি © গোল ডটকম

প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে বাংলাদেশ সময় সোমবার (৩০ অক্টোবর) রাত ২ টায় ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। এবার ব্যালন পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে। সাত দশকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এটি বিবেচনায় আনা হচ্ছে। আগে বাৎসরিক পারফরমেন্সের ওপর পুরস্কার ঘোষণা করা হতো।

এবারের পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টােইন মহাতারকা লিওনেল মেসি। তাকে ভিনগ্রহের ফুটবলার অ্যাখ্যা দেন অনেকে। এবার ব্যালন ডি’অর তার হাতে উঠবে বলে মনে করছেন অনেকে। মেসির বড় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালন্ড।

সংবাদ মাধ্যম অবশ্য আগেই সূত্রের বরাতে বলেছে, ব্যালন ডি’অর জিতবেন মেসি। কাতারে বিশ্বকাপ জেতায় অষ্টমবারের মতো ব্যালন ডি’অর তার হাতে উঠবে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সও (এআই) বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে জানিয়েছে, তিনিই ফেবারিট।

আরো পড়ুন: হারের পর নিজের গালেই জুতা মারলেন গ্যালারিতে বসা এক সমর্থক

যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামিতে খেলা মেসি প্যারিসে পা রাখবেন সম্মানজনক পুরস্কারের অনুষ্ঠানে। অন্যদিকে হ্যালন্ড গত মৌসুমে ট্রেবল জিতেছেন। ৫২টি গোল করেছেন। তারপরও বিশ্বকাপ জেতায় মেসিই ফেবারিট, তা স্বীকার করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাও।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬