আল্লাহ ধৈর্য্য ও আস্থার পুরস্কার দিয়েছেন—রিয়াদের সেঞ্চুরিতে স্ত্রী মিস্টির পোস্ট

রিয়াদ ও মিস্টি
রিয়াদ ও মিস্টি  © সংগৃহীত

বাংলাদেশের হয়ে বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের হাত ধরেই প্রথম সেঞ্চুরিটি এসেছিল। ভারতের মাটিতে চলমান আসরে আবারও শতকের দেখা পেলেন অভিজ্ঞ এই টাইগার ব্যাটার।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইতে ১১১ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। অথচ তার বিশ্বকাপ দলেই থাকা নিয়ে ছিল বড় সংশয়।

মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির দিনে মুখ খুলেছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মিস্টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিস্টি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন মুমিন যদি আল্লাহর পরিকল্পনার ওপর সবর ও আস্থা রাখতে পারে তবে সে সেরা পুরস্কার পায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’

তিনি লিখেন, আমার স্বামী এমন একজন বিশ্বাসী...গত কয়েক মাস তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ।

এদিন দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের জবাবে শুরু থেকেই ধসে পড়তে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এরপর দলকে সেই পরিস্থিতি সামলে এগিয়ে নেওয়ার পাশাপাশি বাঁচিয়েছেন বড় হারের লজ্জা থেকে। যদিও হারটা নেহায়েত ছোট নয়, টাইগাররা টানা চতুর্থ ম্যাচে হেরেছে ১৪৯ রানে। যা তাদের সেমিফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই খাদের মুখে ফেলে দিয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence