রোনালদোর গোলে ইতিহাসে প্রথমবার ফাইনালে আল নাসর

১০ আগস্ট ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানেরা ম্যাচে ছিলেন উজ্জ্বল

ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানেরা ম্যাচে ছিলেন উজ্জ্বল © সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে খেলবে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে আল শোরতার বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ছিল আল নাসরের। ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানেরাও ছিলেন উজ্জ্বল। 

বুধবার (৯ আগস্ট) রাতে সেমিফাইনালের লড়াইয়ে আল শর্তাকে ১-০ গোলে হারিয়েছে রোনালদোর দল। রোনালদোকে দলে নিয়ে অবশেষে ইতিহাসে নাম লিখিয়েছে আল নাসর। 

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে রোনালদোর দল। ম্যাচে ৭ মিনিটে রোনালদোর শটে লিড নিতে পারতো আল নাসর। তবে সিআর সেভেনের সেই শট বারপোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। এরপর রোনালদো ও মানের একের পর এক আক্রমণ অস্থির করে তোলে শর্তার রক্ষণভাগ।

ম্যাচের ৩১ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন রোনালদো। তবে অফসাইডের কারণে পর্তুগিজ তারকার সেই গোল বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য থেকেই শেষ করতে হয় আল নাসরকে। দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াদের ক্লাবটি। তবে গোলের দেখা যেন মিলছিলই না।


 
৭১ মিনিটে দারুণভাবে ডি-বক্সে ঢুকেও পোস্টের অনেক ওপর দিয়ে বল মেরে সুযোগ নষ্ট করেন সাদিও মানে। ৭৫ মিনিটে মানে ফাউলের শিকার হলে ভার রিভিউর মাধ্যমে পেনাল্টি পায় আল নাসর। স্পট কিক থেকে ৩৮ বছর বয়সী রোনালদোর গোল করতে ভুল হয়নি। পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন রোনালদো।

আরও পড়ুন: পিএসজিতে থাকতে চান না নেইমার, পরবর্তী গন্তব্য কোথায়?

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করতে পারেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টিতে পাওয়া গোলটিই আল নাসরকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে তুলে দিয়েছে।  

ফাইনালে শনিবার আল নাসর সৌদি কোনও প্রতিপক্ষের মুখোমুখি হবে। সেটা হতে পারে আল হিলাল কিংবা আল শাদাব। 

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬