ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ইউরোপের ক্লাবগুলোতে একসময় দাপিয়ে বেড়াতেন। তবে দুই মহাতারকাই পাড়ি জমিয়েছেন কম জনপ্রিয় দুটি লিগের হয়ে খেলতে। সিআর সেভেনের মতে, যুক্তরাষ্ট্রের থেকে সৌদি প্রো লিগই ভালো। এদিকে পর্তুগিজ তারকার এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের স্টার মাইক লাহোড। তিনি বলেছেন, ‘রোনালদোর (বোধহয়) আজকাল হুক্কা টানা খুব বেশি হচ্ছে।
সোমবার (১৭ জুলাই) রাতে ক্লাব প্রীতি ম্যাচে লা লিগার সেল্টা ভিগোর কাছে ৫-০তে হেরেছে রোনালদোর আল নাসের। ম্যাচের পর পর্তুগিজ মহাতারকার দিকে প্রশ্ন যায়, মেজর লিগ সকারে খেলার কোনো ইচ্ছা আছে কিনা। জবাবে বলেছেন, ‘না।’
‘আমি শতভাগ নিশ্চিত যে, ইউরোপীয় ক্লাবে আর ফিরছি না। আমার বয়স এখন ৩৮। এমনকি ইউরোপীয় ফুটবলেও আগের সেই জৌলুস নেই। একমাত্র প্রিমিয়ার লিগ সবার চেয়ে আলাদা এবং অন্যসব লিগ থেকে অনেক এগিয়ে। যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি আরবের লিগ অনেক ভালো।
রোনালদোর প্রত্যাশা এক বছরের মধ্যেই সৌদি লিগ আরও বেশি উন্নত পর্যায়ে যাবে। তুরস্কের কিংবা নেদারল্যান্ডসের ঘরোয়া লিগকেও ছাড়িয়ে যাবে মধ্যপ্রাচ্যের এই ফুটবল লিগ, এমনটা বিশ্বাস করেন সময়ের অন্যতম সেরা এই তারকা। অবশ্য শুধু সৌদি লিগের প্রশংসা করেই ক্ষান্ত হননি রোনালদো।
সমালোচনার জবাবও দিয়েছেন নিজের চিরচেনা ভঙ্গিমায়, ‘আমি সৌদি আরবে আসায় তারা আমার সমালোচনা করেছিলো… কিন্তু এখন কি হচ্ছে? আমিই সৌদি লিগে খেলার দরজা খুলে দিয়েছি আর এখন সব খেলোয়াড় এখানে যোগ দিচ্ছে।’ সিআর সেভেনের পর বেশ কয়েকজন তারকা ফুটবলার যোগ দিয়েছেন সৌদি লিগে। করিম বেনজেমা, মার্সেলো ব্রোজোভিচ, এনগোলো কন্তে এবং রবের্তো ফিরমিনোসহ বেশ কয়েকজন নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের চেয়ে সৌদি লিগই ভালো: রোনালদো
রোনালদোর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের স্টার মাইক লাহোড বলেছেন, ‘রোনালদোর (বোধহয়) আজকাল হুক্কা টানা খুব বেশি হচ্ছে। এক বছরের মধ্যে ডাচ ও তুর্কি লিগকে সৌদি লিগ ছাড়িয়ে যাবে এটা একটা হাস্যকর বক্তব্য।’
এ নিয়ে লাহোড আরও বলেন, মেসিকে ইন্টার মায়ামি উপস্থাপন করার পরই রোনালদো আজেবাজে বকা শুরু করেছে, ‘মেসি যখনই ২০২৬ বিশ্বকাপের মধ্যে নর্থ আমেরিকায় ফুটবলকে মানুষের দোরগোড়ায় আনার কথা বলেছেন, তখনই রোনালদো এই মন্তব্য করেছেন।’
এদিকে, জমকালো আয়োজনের মাধ্যমে মেসিকে বরণ করে নিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। সেইসাথে তুলে দেয়া হয় ক্লাবের ১০ নাম্বার জার্সিটাও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ডেভিড বেকহ্যামের ক্লাব। পারফর্ম করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছিলেন পুয়োর্তো রিকোর র্যাপার ব্যাড বানি।