বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি, জেনে নিন সূচি

বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি  © সংগৃহীত

আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এ উপলক্ষে আজ (২৭ জুন) বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হচ্ছে। একইসাথে আজ থেকেই শুরু হবে বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ এবং ১০০ দিনের কাউন্টডাউন।

এর আগে, ২৬ জুন মহাশূন্যে উন্মোচিত হয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় এ ট্রফি উন্মোচন করা হয়। 

আইসিসি জানায়, বিশ্বের মোট ১৮টি দেশে ঘুরবে এবারের বিশ্বকাপ ট্রফি। বিশ্বব্যাপী ভ্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশেও আসবে এ ট্রফি। সূচি অনুযায়ী, তিনদিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭-৯ আগস্ট বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কাছে থেকে এ ট্রফি দেখার সুযোগ পাবেন। 

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস ট্রফি ট্যুর প্রসঙ্গে বলেন, বিশ্বকাপ শুরুর আগে ট্রফি ট্যুর বেশ বড় একটি মাইলফলক। ক্রিকেটে বিলিয়নের চেয়েও বেশি ভক্ত-সমর্থক রয়েছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে ট্রফির কাছাকাছি আসতে দিতে চাই। 

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে মোট ১০ টি দল অংশ নিচ্ছে। ভারতের ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ