এমসিসির সম্মাননা আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি: মাশরাফি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৮:২২ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৩, ০৮:৩৭ PM
ক্রিকেটের আইন সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আজ বুধবার নতুন করে ১৭ জন ক্রিকেটারকে যুক্ত করেছে এই সংস্থাটি। ক্রিকেট না খেললেও দুজনকে সম্মানসূচক সদস্যপদ দিয়েছে এমসিসি।
পরে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে মাশরাফি বলেন, এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ইয়ন মরগানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।
এবারে ইংল্যান্ড ও ভারত থেকে ৫ জন করে সাবেক ক্রিকেটার যুক্ত হয়েছে। এছাড়া জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
এমসিসির আজীবন সদস্যপদ (সম্মানসূচক) পাওয়া দ্বিতীয় বাংলাদেশি হলেন মাশরাফি বিন মর্তুজা। এর আগে সর্বপ্রথম পেয়েছিলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
আজীবন সদস্যদের তালিকা-
মেরিসা অ্যাগুইলিয়েরা (ওয়েস্ট ইন্ডিজ), মহেন্দ্র সিং ধোনি (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), জেনি গান (ইংল্যান্ড), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), লরা মার্শ (ইংল্যান্ড), ইয়ন মরগান (ইংল্যান্ড), মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ), কেভিন পিটারসেন (ইংল্যান্ড), সুরেশ রায়না (ভারত), মিতালি রাজ (ভারত), অ্যামি স্যাটারওয়াট (নিউজিল্যান্ড), অ্যানিয়া স্রুবসোলে (ইংল্যান্ড), যুবরাজ সিং (ভারত), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা) এবং রস টেইলর (নিউজিল্যান্ড)।