আইপিএলে সর্বোচ্চ দাম স্যাম কারানের, দ্বিতীয় ক্যামেরন গ্রিন

২৩ ডিসেম্বর ২০২২, ০৫:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
স্যাম কারান ও ক্যামেরন গ্রিন

স্যাম কারান ও ক্যামেরন গ্রিন © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের সব রেকর্ড ভেঙে দিলেন স্যাম কারান। সর্বকালের সব থেকে বেশি দামে বিক্রি হলেন ব্রিটিশ এই তারকা। শুক্রবার (২৩ ডিসেম্বর) ক্রিস মরিসের অতীত রেকর্ড ভেঙে ১৮ কোটি ৫০ লাখ টাকার রেকর্ড মূল্যে কারানকে দলে নিয়েছে পঞ্জাব কিংস।

এর আগে ২০২১ আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস ১৬.২৫ কোটি দিয়ে ক্রিস মরিসকে কিনেছিল। সেটাই ছিল সর্বোচ্চ। এবার সেই রেকর্ড ছাপিয়ে গেলেন স্যাম কারান।

শুধু কারান একা নন। ক্রিস মরিসকে ছাপিয়ে গেছেন ক্যামেরন গ্রিনও। ১৭ কোটি ৫০ লাখে তাকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ দিকে বেন স্টোকসকে চেন্নাই সুপার কিংস নেয় ১৬.২৫ কোটিতে। ইংল্যান্ডের তারকাও স্পর্শ করে ফেলেন মরিসকে।

আরও পড়ুন: আইপিএল নিলামে অবিক্রিত সাকিব আল হাসান

ইংল্যান্ডের বাঁ-হাতি স্যাম কারান পিঠের চোটের কারণে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন। তার জায়গায় বড় ভাই টম কারান দলে আসেন। তবে ২৪ বছরের তারকা ২০২২ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন। বাঁ-হাতি পেসার এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওভারপ্রতি ৬.৫২ রান দিয়ে ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন।

আর বিশ্বকাপে তার দুরন্ত ছন্দই স্যাম কারানের দর বাড়িয়ে দেয় আইপিএলে। তাকে নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিল রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস সব দলই। তবে শেষ বাজি মারে পাঞ্জাব। তারা ২ কোটি বেস প্রাইসের কারানকে তুলে নেয় ১৮.৫০ কোটিতে। এর পরেই আইপিএলের নিলামে সব রেকর্ড ভেঙে যায়।

কোচিং সেন্টারে উত্তরা সেক্টর-৬ ওয়েলফেয়ার সোসাইটির মাসিক চাঁ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ ১৫ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব’— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬