কোহলিকে সাজঘরে ফেরালেন তাসকিন

২৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
কোহলিকে সাজঘরে ফিরিয়ে তাসকিনের উদযাপন

কোহলিকে সাজঘরে ফিরিয়ে তাসকিনের উদযাপন © সংগৃহীত

মিরপুরে সিরিজে দ্বিতীয় দিনের শুরু থেকেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে ভারতের তিন উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। বিরতির পর দ্বিতীয় ওভারে তাসকিনের চমক। দারুণ বোলিংয়ে বিরাট কোহলির উইকেট তুলে সাজঘরে পাঠান তিনি।

তাসকিনের লেন্থ বলটা হালকা পোক করতে গিয়ে কিপারের হাতে ধরা পড়েন কোহলি। ২৪ রানে থামে তার ৬৯ বলের ইনিংস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান। ২৫ রান করে অপরাজিত আছেন ঋষভ পান্ট, ১৫ রান করে শ্রেয়াস আইয়ার সঙ্গ দিচ্ছেন তাকে।

এর আগে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের দেখে শুনে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার। ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এরপর ১৬তম ওভারে আবারও তাইজুলের আঘাত।

ভারতীয় অধিনায়ক লেকেশ রাহুলকে ডানহাতি এই ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দিনের শুভসূচনা করেন তাইজুল। এরপর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তিনি। এরপর তৃতীয় উইকেটটাও তুলে নেন। তাঁর এ উইকেটে অবদান রেখেছে মুমিনুল হক। স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক। 

গতকাল প্রথম দিনের খেলায় টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ২২৭। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুমিনুল হক। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৯ রান।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬