ড্র বা হার নয়, নকআউটে যেতে একসঙ্গে জিততে হবে জার্মানি-স্পেনকে

জার্মানি আজ মুখোমুখি হবে কোস্টারিকার।
জার্মানি আজ মুখোমুখি হবে কোস্টারিকার।  © সংগৃহীত

বিশ্বকাপের আগের ২১ আসরের মধ্যে ১৯ বারই অংশ নেওয়া জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে চার বার। হট ফেভারিট সেই জার্মানি টানা দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়। আজ বৃহস্পতিবার গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নামছে দলটি। নকআউটে যেতে এ ম্যাচে ড্র বা হার নয়, জয় নিশ্চিত করেই ছাড়তে হবে মাঠ। তবে এখানেই শেষ নেই, জার্মানদের কঠিন সমীকরণ সহজ করতে অন্য গ্রুপে থাকা স্পেনকেও জয় নিশ্চিত করতে হবে।

আজ (বৃহস্পতিবার) ‘ই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত একটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পেন মুখোমুখি হবে জাপানের এবং জার্মানি আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে কোস্টারিকার।

কঠিন পরীক্ষার সামনে ই গ্রুপ থেকে স্পেন, জাপান, কোস্টারিকা এবং এফ গ্রুপ থেকে ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও মরক্কো। দুই গ্রুপের আট দলের মধ্যে স্বস্তিতে কানাডা। যারা প্রথম দুই ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে ফেলেছে। 

দুই ম্যাচ থেকে জার্মানির সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। যে দলটি ৯ বার ফাইনালে উঠে চার বার চ্যাম্পিয়ন হয়েছে। সেই জার্মানির হাতে আজ নকআউটে উঠার শঙ্কা। নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা করার পাশাপাশি অন্যের দিকেও তাকিয়ে থাকতে হবে।

তাদের সামনে আজ সমীকরণটা এমন, প্রথমত কোস্টারিকার বিপক্ষে নিজেদের জিততে হবে। পাশাপাশি সর্বনাশ কামনা করতে হবে স্পেন কিংবা জাপানের। যারা গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে। মানে স্পেন-জাপানির যে কোনো এক দলের হার কামনা করতে হবে। তবে নিজেদের জয়ের পাশাপাশি প্রার্থনায় জার্মানরা হয়তো জাপানের সর্বনাশ কামনাই করবে বেশি।

কারণ, নিজেরা জিতলে এবং স্পেনের কাছে জাপান হারলে অনায়াসেই নকআউটে যেতে পারবে জার্মানি। কিন্তু জাপানের কাছে স্পেন হারলে জার্মানদের কোস্টারিকার বিপক্ষে জিততে হবে বিশাল ব্যবধানে। যদি স্পেন-জাপান ম্যাচটি ড্র হয়, সেক্ষেত্রেও জার্মানিকে অন্তত ২-০ গোলে জিততে হবে। এই সমীকরণ স্পষ্টই বলছে, আজ কঠিন পরীক্ষার সামনে জার্মানরা। 

আরও পড়ুন:  আজ ক্রোয়েশিয়া-বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াই

কঠিন পরীক্ষা ২০১০-এ চ্যাম্পিয়ন স্পেন, গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া, বেলজিয়াম, জাপান, মরক্কোর জন্যও। কানাডা বাদে দুই গ্রুপের বাকি সাত দলেরই যেমন নকআউটে যাওয়ার আশা আছে, তেমনি সাত দলেরই বাদ পড়ার শঙ্কা আছে। 

প্রশ্ন হলো, কঠিন এই পরীক্ষায় উতরে শেষ ষোলোতে পা রাখতে পারবে জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়ার মতো দলগুলো? নাকি তাদের আশাকে দুরাশায় রূপান্তরিত করে শেষ ষোলোর টিকিট হাতে হাসবে জাপান, মরক্কো, কোস্টারিকার মতো দলগুলো?

২০১৮ বিশ্বকাপে এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। এবারও এশিয়ারই দেশ জাপানের কাছে প্রথম ম্যাচে হেরে গর্তে পড়ে গেছে তারা। স্পেনের বিপক্ষে কোনো রকমে ১-১ ড্র করে আশা জ্বালিয়ে রাখতে সক্ষম হয়েছে। তবে প্রতিপক্ষ কোস্টারিকারও নকআউটে যাওয়ার আশাটা বেঁচে আছে। 

জাপানের কাছে জার্মানরা প্রথম ম্যাচে হেরেছে, সেই জাপানকে হারিয়েই নিজেদের স্বপ্নটা জিইয়ে রেখেছে কোস্টারিকা। সুতরাং দুই দলের কঠিন পরীক্ষাটা সত্যিকার অর্থেই কঠিন হবে।

সহজ করে বললে, স্পেন আর জার্মানি নিজেদের শেষ ম্যাচটি জিতলে চলে যাবে নকআউটে। হারলে বা ড্র করলেও সুযোগ থাকবে স্পেনের। কিন্তু জার্মানির জয়ের কোনো বিকল্প নেই।

স্পেন শুরুটা করেছিল অবিশ্বাস্যভাবে, কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে। কিন্তু জার্মানির সঙ্গে দ্বিতীয় ম্যাচে ড্র করায় তাদের শঙ্কাটা রয়েই গেছে। তবে আজ জাপানের বিপক্ষে ড্র করলেই চলবে তাদের। জিতলে তো কথাই নেই। এমনকি হারলেও সম্ভাবনা থাকবে তাদের। ফলে লুইস এনরিকের দলের শঙ্কার চেয়ে আশাটাই বড়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence