বিশ্বকাপে যে রেকর্ড গড়ল ব্রাজিল

বিশ্বকাপে যে রেকর্ড ব্রাজিলের
বিশ্বকাপে যে রেকর্ড ব্রাজিলের  © সংগৃহীত

সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জি গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। শেষ ষোলোর প্রস্তুতি এবার নিতে পারেন হলুদ জার্সিধারীরা। সঙ্গে সঙ্গে আরও একটি মাইলফলকও দলটি স্পর্শ করেছে। বিশ্বকাপের গ্রুপপর্বে গত ১৬ ম্যাচের কোনোটাতেই হারেনি সেলেসাওরা। গতকালের ম্যাচের মধ্য দিয়ে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ১৭ তে। বিশ্বকাপের গ্রুপপর্বে টানা এতো ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই। যে রেকর্ড কেবল ব্রাজিলেরই।

গ্রুপ পর্বে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর সুইসদেরও হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাল রাতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বেশ গর্বের এক কীর্তিও ছিল সুইজারল্যান্ডের। বিশ্বকাপে যে ২৭টি দল এ পর্যন্ত একাধিকবার ব্রাজিলের মুখোমুখি হয়েছে, তার মধ্যে তিনটি দলকে লাতিন আমেরিকার পরাশক্তিরা কখনো হারাতে পারেনি। পর্তুগাল, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। এবার এই তালিকা থেকে কাটা পড়ল সুইজারল্যান্ডের নাম।

জিততে কিংবা ড্র করতে হলে তো গোল করতে হতো সুইসদের। কিন্তু ব্রাজিলের গোলপোস্টে একটি শটও নিতে পারেনি সুইজারল্যান্ড। শুধু সুইসরা কেন, সার্বিয়াও আগের ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট তাক করে একটি শটও নিতে পারেনি। ব্রাজিলের বিপক্ষে ৫টি শট নিয়েছিল সার্বিয়া। ৩টি পোস্টের বাইরে দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়, ২টি শট ডিফেন্ডাররা রুখে দেন। সুইজারল্যান্ড ৬টি শট নিয়ে একটিও পোস্টে রাখতে পারেনি।

ডিফেন্ডারদের এই জমাট রক্ষণ এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের লক্ষ্যভ্রষ্ট শটে বিশ্বকাপে দারুণ এক কীর্তিতেও নাম লিখিয়ে ফেলেছে ব্রাজিল। ১৯৬৬ বিশ্বকাপ থেকে হিসাব করলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে কোনো আসরের প্রথম দুই ম্যাচে নিজেদের পোস্টে প্রতিপক্ষকে কোনো শট নিতে দেয়নি ব্রাজিল। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপে।

আরও পড়ুন: এবার ফিফার পেজে ঢাবির ব্রাজিল সমর্থকদের ছবি

১৯৬৬-এর পর থেকে বিশ্বকাপে কখনো প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি ব্রাজিল। কাল রাতের জয়ে বিশ্বকাপে গ্রুপ পর্বের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে তিতের দল। বিশ্বকাপের গ্রুপ পর্বে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল ব্রাজিল। এই পথে তাঁরা ভেঙেছে ১৯৯০ থেকে ২০১০ বিশ্বকাপ পর্যন্ত গ্রুপ পর্বে জার্মানির গড়া টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। 

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের সর্বশেষ হার ১৯৯৮ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে। ১৯৮২ বিশ্বকাপ থেকে হিসাব করলে গ্রুপ পর্বে এ পর্যন্ত খেলা ৩৯ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে ব্রাজিল। সেটি ২৪ বছর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচেই।

তারপর ২০০২ থেকে ২০১৮ বিশ্বকাপে অনুষ্ঠিত মোট ১৫টি ম্যাচের কোনোটাতেই হারেনি ব্রাজিল। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে হওয়া গত দু’ ম্যাচেও কেউ হারাতে পারেনি তিতের দলকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence