এবারও লটারিতে ভর্তি ভিকারুননিসায়, আবেদন শুরু কাল

২৪ নভেম্বর ২০২১, ০৯:০১ PM
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ © ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। সব স্কুলে এবারও লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে; এ জন্য আবেদন করতে হবে অনলাইনে। 

এদিকে, আগামীকাল থেকে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজেও ১ম থেকে ৯ম শ্রেণিতে সকল শাখার বাংলা ও ইংরেজি মাধ্যমে (প্রভাতি ও দিবা শাখায়) ভর্তির জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদন আগামীকাল সকাল ১১টা থেকে ৮ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদপত্র পূরণের জন্য ওয়েবলিংক: https://gsa.teletalk.com.bd/gov-non/student/student-application.php

আবেদনকারীর বয়স: যাদের জন্ম ১ জানুয়ারী ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ এর মধ্যে শুধু তারাই ১ম শ্রেণিতে আবেদন করতে পারবে।

লটারির তারিখ: ১৯ ডিসেম্বর

আবেদনের পদ্ধতি ও নিয়মাবলী: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদানকৃত নিয়মাবলী

১) অভিভাবকবৃন্দকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনলাইনে ফরম পূরণ করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন ক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না;

২) ইংরেজি ভার্সন শুধুমাত্র মূল শাখায় অবস্থিত;

৩) মুক্তিযোদ্ধা, বোন, সেবা অঞ্চল প্রতিবন্ধি ও শিক্ষা মন্ত্রণালয় কোটার জন্য সরকার নির্ধারিত হারে আসন সংরক্ষিত থাকবে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা চলছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই বিশ্বকাপ ইস্যুতে নতুন সিদ্ধান্ত পাকিস্ত…
  • ২৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৩ নেতা বহিষ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রিয় সিনেমার নাম জানালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা নিহতে প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • ২৯ জানুয়ারি ২০২৬