ভিকারুননিসায় শূন্য আসনে ভর্তি বাতিল, বিপাকে শিক্ষার্থীরা

  © ফাইল ফটো

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‍বিভিন্ন শ্রেণীতে শূন্য আসনের বিপরীতে নেয়া ভর্তি পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে মর্মে নোটিশ জারি করা হয়।

একই দিন সকালে শূণ্য আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের স্থগিত হওয়া ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। একমাস পার হওয়ার পরও ফল প্রকাশ না হওয়ায় সকালে বেইলি রোডের মূল ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী-অভিভাবকরা। তাদের আন্দোলনের পর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার মাঝে রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

জানা গেছে, গত ২৪ জানুয়ারি ভিকারুননিসার স্কুল শাখার ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৯ জানুয়ারির মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল। তবে আইনি জটিলতা দেখা দেয়ায় গত ৩১ জানুয়ারি পরীক্ষার ফল সাময়িকভাবে স্থগিত করা হয়। কর্তৃপক্ষ বলছে আইনি জটিলতা থাকায় শূন্য আসনের বিপরীতে ভর্তি করানো সম্ভব হচ্ছে না। তাই ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

সকালে বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে তাদের সন্তানরা নিজেদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন। স্কুলের অভ্যন্তরীণ আইনি ঝামেলার কারণে কর্তৃপক্ষ ফল প্রকাশ করছে না। ফল প্রকাশ না করায় শিক্ষার্থীরা কোথাও ভর্তি হতে পারছে না। ফলে তাদের মাঝে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফেব্রুয়ারি মাস শেষ এখন তাদের আর কোথাও ভর্তি করানো সম্ভব না। তাই তাদের শিক্ষা জীবন নিয়ে দেখা ধোয়াশার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, পাস-ফেল যাই হোক, আমরা চাই আমাদের ফল প্রকাশ করা হোক। আমরা কর্তৃপক্ষকে ৫ দিনের আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে ফল প্রকাশ করতে হবে। না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো। অনেক শিক্ষার্থী কোথাও ভর্তি না হয়ে ভিকারুননিসায় ভর্তির আসায় পরীক্ষায় অংশ নেয়। চলতি বছর সব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় তারা আর কোথাও ভর্তি হতে পারবেন না। তাই অবিলম্বে ফল প্রকাশ করার দাবি জানাচ্ছি।

এদিকে আজ বিকেলে ভিকারুননিসার ওয়েবসাইটে আইনি জটিলতার কারণ দেখিয়ে শূন্য আসনের বিপরীতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির সকল কার্যক্রম বাতিল করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি গভর্নিং বডির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী শূন্য আসনের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে। যারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তাদের পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে আবেদন ফি’র জন্য দেয়া ২০০ টাকা ফেরত নিয়ে যেতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়ার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ