এসএসসি: সিলেট বোর্ডে ছাত্রী ৬৪ হাজার, ছাত্র ৪৫ হাজার

সিলেট শিক্ষা বোর্ড
সিলেট শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মোট এক লাখ নয় হাজার ৪১২ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ছেলে ৪৫ হাজার ৬৬ জন এবং মেয়ে ৬৪ হাজার ৩৪৬ জন। আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হচ্ছে এ পরীক্ষা।

২০২৩ সালে এ বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ নয় হাজার ৫৩২ জন। গত বছর এ বোর্ডে ৪৫ হাজার ২৮৩ ছেলে ও ৬৪ হাজার ২৪৯ মেয়ে পরীক্ষায় অংশ নেয়। সেই তুলনায় বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১২০ জন। তবে কেন্দ্র বাড়ানো হয়েছে তিনটি। এবার কেন্দ্রের সংখ্যা ১৫২টি। আগের বছর ছিল ১৪৯টি।

এ বছর বিজ্ঞান বিভাগ থেকে মোট ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ছাত্র ১০ হাজার ৫১১ জন ও ছাত্রী ১৩ হাজার ৭০০ জন। মানবিক বিভাগে ৭৭ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ৮৩৯ জন ও ছাত্রী ৪৬ হাজার ৯৭৪ জন। বাণিজ্য শাখার সাত হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র তিন হাজার ৭১৬ জন ও ছাত্রী তিন হাজার ৬৭২ জন।

এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৮ হাজার ২১৫ জন এবং অনিয়মিত ২১ হাজার ১৬০ জন। এছাড়া মানোন্নয়ন দেবে ৩৭ জন।

নিয়মিতদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৫২ হাজার ৬৪২ জন। অনিয়মিতদের মধ্যে ছাত্র নয় হাজার ৪৬৬ জন ও ছাত্রী ১১ হাজার ৬৯৪। মানোন্নয়ন ৩৭ জনের মধ্যে ২৭ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, এবার ৯৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ নয় হাজার ৪১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি বলেন, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence