নেত্রকোনায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের সংবর্ধনা
শিক্ষার্থীদের সংবর্ধনা  © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ: ৫ প্রাপ্ত ৩৬ প্রতিষ্ঠানের কৃতি ৪৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪৪৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানটি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুল করিম মামুনের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মূল্যবান বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী, বানেরটেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। 

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সানা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, উপজেলা আওয়ামী লীগের নেতারা সহ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন স্কুলের কৃতি শিক্ষার্থী, শিক্ষকগণ সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অসীম কুমার উকিল বলেন, জীবনে কেবল ভাল রেজাল্ট করাই বড় কথা নয়, পড়া-লেখার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে উঠা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন কৃতি সন্তান হিসেবে তোমাদেরকে সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। 

তিনি আরও বলেন, উচ্চ শিক্ষা সম্পন্ন করে তোমরা যে যেখানে থাকবে সেখান থেকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে। গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।


সর্বশেষ সংবাদ