পরীক্ষার দিতে গিয়ে মাথায় সিলিং ফ্যান পড়ে হাসপাতালে স্কুলছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুন ২০২৩, ০২:০৪ PM , আপডেট: ২০ জুন ২০২৩, ০২:১২ PM
মাদারীপুরে পরীক্ষা দিতে গিয়ে মাথায় সিলিং ফ্যান খুলে পড়ে চার স্কুলছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম কলাগাছিয়া এসিনর্থ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন-হিরামনী,সাইমা জাহান, মুনা আক্তার, ইরিনা আক্তার। দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষকদের গাফিলতিকে দায়ী করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসময় অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগে তারা পরীক্ষার হলে গিয়ে বসেন শিক্ষার্থীরা। হঠাৎ করে ওপর থেকে সিলিং ফ্যান খুলে পড়ে যায়। এতে হাতে ও পিঠে আঘাত পেয়ে ৪-৫ জন ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে হীরামনী বেশি আঘাত পেয়েছেন। তার কপালে সেলাই দিতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শিক্ষার্থী হিরামনীর নানা সামচুল হক মোল্লা বলেন, আমার নাতি খুবই অসুস্থ। তার কপালে আঘাত লেগেছে। একটি বেসরকারি স্কুলের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত হবে, এটা ভাবা যায়?
এ ব্যাপারে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল বলেন, পরীক্ষা শুরু হওয়ার একটু আগে শিক্ষার্থীরা হলে ঢুকার কিছুক্ষণ পরেই তাদের ওপর ফ্যান খুলে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কী অবস্থা জানি না।