১৭৭ শিক্ষার্থীকে বাংলা-ইংরেজিতে কম নম্বর দেওয়ার অভিযোগ

ফল পুনর্মূল্যায়নের দাবি জানানো শিক্ষার্থীরা
ফল পুনর্মূল্যায়নের দাবি জানানো শিক্ষার্থীরা  © সংগৃহীত

এসএসসি পরীক্ষায় রাজশাহী কলেজিয়েট স্কুল ও সরকারি প্রমনাথ বালিকা উচ্চবিদ্যালয়ের ১৭৭ পরীক্ষার্থীর দুটি বিষয়ে নম্বর কম দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। এ বিষয়ে রোববার বিকেলে অভিভাবকেরা রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জানিয়ে ওই পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

জানা গেছে, রাজশাহী কলেজিয়েট স্কুল ও সরকারি প্রমনাথ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ছিল রাজশাহী নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ে। এর মধ্যে ওই ১৭৭ পরীক্ষার্থী বাংলা ও ইংরেজি বিষয়ে ১৬০ থেকে ১৮৫ নম্বর করে পেয়েছে। তবে তাদের সহপাঠীদের অনেকেই ২০০ বা ২০০-এর কাছাকাছি নম্বর পেয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি, যারা বেশি নম্বর পেয়েছে তাদের চেয়ে কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা ইতিপূর্বে স্কুলের পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করেছিল। তাই তাঁরা মনে করছেন, দুই বিষয়ের খাতা মূল্যায়ন ঠিক হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, বাংলা এবং ইংরেজি বিষয়ের খাতার অবমূল্যায়ন করা হয়েছে। পরীক্ষকরা মনগড়া নম্বর প্রদান করেছেন। টানা ৬০-৭০ জনকে গড়ে একই নম্বর প্রদান করা হয়েছে। যা অগ্রহণযোগ্য। অনেক ভালো পরীক্ষা দেবার পরও ভালো স্টুডেন্টদের আশারূপ ফলাফল আসেনি। অথচ অনেক শিক্ষার্থী পূর্ণ নম্বর উত্তর না করেও ফলাফল পূর্ণ নম্বর পেয়েছে যা ভালো শিক্ষার্থীদের জন্য অবিচার। একই কক্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে ১৮০-১৮৪ করে দেওয়া হয়েছে, সেখানে অন্যদের ২০০ পর্যন্ত দেওয়া হয়েছে। 

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ পাওয়া গেছে। তাদের খাতা পুনঃনিরীক্ষণ হবে।

রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষার্থীসহ অভিভাবকদের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গেও কথা হয়েছে। ফলাফল চ্যালেঞ্জ করে খাতা পুনরায় নিরীক্ষণের জন্য তাদের আবেদন করতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence